কি পরিমাণ নগদ অর্থ বা ভালোবাসা পায় এটা কোন ব্যাপার না, আমরা সবসময় আমাদের মনকে পিছনে ফেলে একটাই কথা বলি বলি যে এটি যথেষ্ট নয়। এবং দুঃখের পুনর্জন্ম শুরু হয়। আমরা আরও বেশি কাজ করতে চাই - এমন একটি চাকরি যা আমাদের কে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যায়, এমন একটি বাড়ী যা বড়, অতিরিক্ত নতুন পোশাক, সবচেয়ে সাম্প্রতিক স্বয়ংচালিত বা সর্বশেষ আইফোন যা এই বছর এসেছে প্রতিটি পৃথক বছর আমরা এটি সব চাই। যখন সুখের চেহারা একে অপরের জন্য একেবারে ভিন্ন, এটি কেবলমাত্র আমরা কি খুঁজে বের করি তা খুঁজে বের করেই আমরা একে অপ্রকে কম্পেয়ার করি। আপনি আপনার যাত্রা শুরু করতে এখানে কিছু উপায় বলছি যা আপনাকে জীবনে সুখি হতে সাহায্য করবে।

সবসময় অন্যদের সাথে সাথে নিজেকে না কম্পেয়ার করে নিজেকে খুজুন যে, আপনি কি চান বা আপনার কোন কাজটা করতে ভাল লাগে।কোন কাজ টা করতে আপনি কম্ফরট ফিল করেন।কোন কাজটা আপনার সাথে ম্যচ করে।অন্যকে দেখে অনুপ্রানিত হন ঠিক আছে কিন্তু ণিজের সামর্থকে ইগ্নোর করবেন না তাহলে দেখবেন সবকিছু ঠিক হচ্ছে।
কোন জিনিষ টা আপনার সবথেকে বেশি প্রয়োজন সেটা সম্পর্কে ভাবুনঃ

আমরা সবসময় কন জিনিষ আমরা বেশি চাই বা কোনটা আমাদের বেশি প্রয়োজন এটা না ভেবেই হুট হাট করে ডিসিসান নিয়ে নিই যার জন্য আমাদেরকে পরে বড় ধরনের মাশুল দিতে হয়। তাই আগে থেকেই এই বিষয় গুলো মাথায় রেখে যদি কাজ করি তাহলে পরে এর জন্য কোন আফসোস করা লাগেবে না।
জীবনে আপনি যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুনঃ
আমাদের জীবনে আমরা যা কিছু তাই তা পাওয়ার সাথে অনেক সময় নাও এক হতে পারে তাই বলে হতাশ হয়ে সব আশা ভরশা ছেড়ে দেওয়া ঠিক না সবকিছু মিলিয়েই জিবন।বরং জীবনে যা কিছু পেয়েছেন সেগুলকেই জীবনের অর্জন হিসেবে ধরুন। আর এগুলো নিয়ে হ্যাপি থাকুন।জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন দেখবেন সুখ আসবেই।

জীবনে সুখি হওয়া অনেক কঠিন যদি কিনা আমরা ওইসব কঠিন পদ্ধতি গুলোকে বেছে নিয়।যা কখনই আমার জন্য ছিল না।বরং জীবন কে সহয ভাবে ভাবুন। এই সহজ উপায় গুলো ব্যবহার করে, আপনি এই মুহূর্তে বসবাস শুরু করতে পারেন এবং আপনার অধিকার আছে , জীবনে ভালো থাকার সন্তুষ্ট থাকার। সবসময় একটা জিনিষ মনে রাখবেন, কখনও কখনও,অল্প কিছু পাওয়া দ্বারাও ভাল থাকতে পারেন ।
