ছাত্রজীবনে উপার্জনের কিছু উপায়

By @zaku8/12/2018student

image.png

ছাত্রজীবন বলতে আমরা সাধারণত পড়াশুনা , আড্ডাবাজি দেওয়া এসব বুঝি । কিন্তু আসলেই কি তাই ? ছাত্রজীবন হচ্ছে নিজেকে ভবিষ্যতের জন্য গড়ে তোলা । কলেজ লাইফে আমাদের নানা ধরনের খরচের সম্মুখীন হতে হয় । যারা আলালের ঘরের দুলাল তাদের এসব নিয়ে চিন্তা করা লাগে না, বাবাকে বললেই যেকোন পরিমানের টাকা পেয়ে যায়। কিন্তু যারা মধ্যবিত্ত তাদেরকে প্রতিটি পয়সা হিসাব করে খরচ করতে হয়। সম্মুখীন হতে হয় নানা ধরনের ত্যাগের । কিন্তু আমরা যদি এই সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারি তাহলে নিজের যেমন খরচ সামলানো তেমনি অতিরিক্ত টাকা পরিবারকে দেওয়াও যাবে । তাই আজকের পোস্টে ছাত্রজীবনে উপার্জনের কিছু উপায় বিষয়ক আলোচনা করার চেষ্টা করবো ।


পড়াশুনার পাশাপাশি টিউশনিঃ

https://scontent-lhr3-1.cdninstagram.com/vp/2ac43a81242b63e31a146d1329e7a472/5BC5EDD1/t51.2885-15/e35/31463442_2059570544368647_3860570768924475392_n.jpg?ig_cache_key=MTc3OTIxMjQ3NzQ2MjI1NzIwMA%3D%3D.2
Source

Robert Heinlein তার একটি Quoto তে বলেছিলেন যে " কাউকে শেখালে, সেখানে দুই জন শিক্ষিত হয় " একজন হচ্ছে যাকে শিখাচ্ছেন এবং আরেকজন হচ্ছে যে শিখাচ্ছেন । তাই টিউশনি করে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে টিউশনি পাওয়া এতো সহজ নয়, তাই একটি লিফলেট নিয়ে তাতে " পড়াতে চাই " এমন বিজ্ঞাপন দিয়ে সেটি আরো কয়েকটি কপি করে আপনার এলাকা সহ আশেপাশের এলাকা গুলোতে ছড়াতে পারেন । এর ফলে তাড়াতাড়ি টিউশন পেয়ে যাবেন ।


গ্রাফিক ডিজাইনিংঃ

http://c4dlab.ac.ke/wp-content/uploads/2017/12/NIV-C2.png
Source

আমাদের মধ্যকার এমন অনেকেই রয়েছেন যারা গ্রাফিক ডিজাইনে খুব অভিজ্ঞ । আবার অনেকের কাছেই এটা খুব পছন্দের একটি বিষয় হয়ে দাঁড়ায় । তাই আপনি যদি গ্রাফিক ডিজাইনে অভিজ্ঞ থাকেন তাহলে আপনার ক্রিয়েটিভিটি ও আইডিয়া কাজে লাগিয়ে নানা ধরনের সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। যেটা আপনার অতিরিক্ত ইঙ্কামের একটি সোর্স হয়ে উঠতে পারে।


ব্লগিংঃ


Source

আপনার লেখার হাত যদি ভালো থাকে তাহলে ব্লগিং এর মাধ্যমে আপনি ভালো আয় করতে পারবেন। দেশি-বিদেশি এমন অনেক নিউজ পোর্টাল বা ব্লগিং সাইট রয়েছে যেখানে দক্ষ লেখকের প্রয়োজন হয় । আপনি সেই সব সাইটের সাথে যোগাযোগ বা ফ্রিল্যান্সিং সাইটে আপনার প্রোফাইলে এসব গুন তুলে ধরতে পারেন ।


.
এসব উপায় ছাড়াও আরো অনেক ইনকাম সোর্স রয়েছে । আমরা অনেকেই শখের বসেই হোক না কেন ডি.এস.এল.আর কিনে শুধু মাত্র নিজের বা বন্ধুবান্ধবদের ছবি তুলে থাকি । কিন্তু অনেকেই এটা চিন্তা করি না এটাও আমাদের একটি ইনকামের উপায় হয়ে উঠতে পারে । বিভিন্ন ধরনের " Wedding Photography, Corporate Photography, Event Photography " উপার্জন করার একটি অন্যতম মাধ্যম হতে পারে।

89

comments