Steemit এর জরুরী কিছু টুলস এবং এনালাইসিস

By @withsmn6/26/2018bangla

সবাই কেমন আছেন? আশা করি , সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করবো Steemit এর জরুরী কিছু টুলস এবং এনালাইসিস নিয়ে।
Steemit এর জরুরী কিছু টুলস আছে যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট এর সঠিক এনালাইসিস করতে পারবেন।

wallpaper2you_350860.jpg

১। https://chrome.google.com/webstore/detail/steemit-more-info/dcbpmclnlapbkgkddhencielibcjogcf
এটি হলো ক্রম ব্রাউজার এর জন্য Steemit এর অফিশিয়াল অ্যাডঅন্স। এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্ট এর ভোট এর পাওয়ার দেখতে পারবেন এবং সেটিং এ আরও কিছু অপশন দেখতে পারবেন।

34690912_2015700085109463_8482647709105258496_n.jpg

২) https://steemd.com/@আপনার Steemit ইউজার নেম
এই টুলস এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট এর সকল ইনফরমেশন দেখতে পারবেন। ভোট এর পাওয়ার, ব্যান্ডউইড , অ্যাকাউন্ট ইনফরমেশন , কাকে ভোট দিলেন অথবা কে আপনাকে ভোট দিল এবং কোন Transaction হলে ও দেখা যাবে।

34747359_2015700941776044_5794405129960554496_n.jpg

৩) https://steemnow.com/
এই টুলস এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট এর টোটাল ভোট এর ভেলু কত এবং স্লাইডার এর মাধ্যমে কত Percent এ ভোট এর কত ভেলু তা দেখতে পারবেন, কত সময় পর আপনার ভোট এর পাওয়ার ১০০% হবে সেই টাইম ও দেখতে পারবেন। Latest upvotes, Latest curation rewards, latest author rewards ও দেখতে পারবেন।

34644300_2015701635109308_2836859687515717632_o.jpg

৪) https://steemworld.org/
এই টুলস এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট এর টোটাল ভোট এর ভেলু কত এবং স্লাইডার এর মাধ্যমে কত Percent এ ভোট এর কত ভেলু তা দেখতে পারবেন । সেই সাথে বাম পাশের মেনু থেকে আপনি আপনার ব্যালেন্স, অ্যাকাউন্ট ডিটেইলস, কাকে ডেলিগেশন করেছেন, কে আপনাকে ডেলিগেট করেছে, Steemit এ এই পর্যন্ত কত অ্যাকাউন্ট করা হইছে, coming author rewards & coming curation rewards থেকে আপকামিং দিন এর author rewards & curation rewards কি পরিমান অ্যাড হবে দেখে নিতে পারেন।

34790165_2015700285109443_2421090510912356352_n.jpg

আজ এই পর্যন্ত , সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ!!! @withsmn

U5dsq_LDsp_LTo_DM5i_E6ukv_Le_GVzdw1_DR.gif

66

comments