চাণক্য শ্লোক বাংলা: ১১৬: মূল্যহীন

By @sunit11/14/2019palnet

::::::::::::::১১৬: মূল্যহীন::::::::::::::::

পুঁথিগত বিদ্যা যদি নাহি পড়ে মনে।
পর হস্থে রাখো যদি আপনার ধনে।
সময়েতে কাজে যদি না লাগে তখন।
কিবা উপকার করে বিদ্যা আর ধন।

বঙ্গানুবাদ: পুস্তকে পাঠ করা বিদ্যা কার্য্যকালে সব সময় স্মৃতিতে আসে না। আবার অপরের হাতে নিজের গচ্ছিত ধন ও মূল্যহীন হয়ে পড়ে। কেননা, হঠাৎ যদি কখনো কোনো সময় প্রয়োজন হয় , তখন সেই বিদ্যা আর অর্থ কোনোটাই উপকারে লাগে না।


book-841171_640.jpg


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
![@sunit.jpg](https://ipfs.busy.org/ipfs/QmP37HMBYM7sGvhLMb6jvinT6jSVS5URRUBiWMHgamn8iW)

20

comments