চাণক্য শ্লোক বাংলা: ১১৫: সঠিক পরিচয়

By @sunit11/13/2019palnet

::::::::::::::১১৫: সঠিক পরিচয়::::::::::::::::

কাজের দ্বারা ভৃত্য সদা হয় চিনে নিতে।
বন্ধু চিনিবে সদা দুঃখ্যের দিনেতে।
বিপদ সময় এলে মিত্র চেনা যায়।
অভাবে পড়িলে তবে চিনিবে ভার্যায়।

বঙ্গানুবাদ: কাজের মাধ্যমেই প্রকৃত ভৃত্যের পরিচয় পাওয়া যায়। দুঃখ কষ্টের দিনেই বন্ধু চিনতে পারা যায়। আপদকালীন সময়ে মিত্রের পরিচয় পাওয়া যায় এবং সংসারে অভাব উপস্থিত হলে স্ত্রীর চরিত্রের পরিচয় পাওয়া যায়।


female-2067462_640.jpg![female-2067462_640.jpg]


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
![@sunit.jpg](https://ipfs.busy.org/ipfs/QmP37HMBYM7sGvhLMb6jvinT6jSVS5URRUBiWMHgamn8iW)

21

comments