মাকে ভালবাসুন

By @smsadman5/12/2018motherlove

সবার উচিদ মাকে ভালবাসা । সবার উচিদ মাকে সম্মান করা । আমার দেখা অনেক মা অবহেলিত আছে । সন্তানরা ঠিক মত মাকে ভালবাসে না। মাইয়ের ঠিক মত খোঁজ খবর রাখে না। মাকে ঠিক মত খেতে দেই না । 

আমাদের দেশে অনেক পরিবারে আছে মাকে অনেক কাজ করাই । অনেক পরিশ্রম করাই। আবার ঠিক মত খেতে দেই না । মাএর  শরীরে হাত উঠাই । অনেক খারাপ খারাপ কথা শুনাই ।কিন্তু এই গুলো করা কখনও ঠিক নই । 
মাইয়ের সম্মান সবার উপরে । সুতরাং মাকে মাথাই রাখা উচিদ । কিন্তু আমরা সেটা করি না। মানুষ এই জাইগাতে বুদ্দিহিনতার পরিচয় দেই । মা কত কষ্ট করে সন্থানের মানুষ করেন । নিজে না খইয়া সন্থান দের খেতে দেই ।

সুতরাং মাকে ভালবাসুন। সবাইকে অনেক ধন্যবাদ । 

298

comments