মানুষ এমন এক সৃষ্টির সেরা জীব যে চেষ্টা করলে সব কিছু করতে পারে। পারে না এমন কিছু কাজ নাই। পৃথিবী যখন সৃষ্টি হইয়াছিল তখন পৃথিবীতে কিছু ছিল না মানুষের আবিস্কার । এখন পৃথিবীতে দেখুন অনেক কিছুই আসে । সব মানুষের নির্মিত । সুদু আল্লাহ বুদ্ধি দিয়াছেন এবং করার ক্ষমতা দিয়াছেন । সেই অনুপাতে মানুষ কঠোর প্ররিশ্রম করে আজ অনেক কাজ করে আসতেছে । কোন কিছুতেই যেন ভিতু নই।
মানুষের মনে যদি একটু সাহস যোগান দেওয়া যাই এরা য কোন কিছুই করতে পারে । শুধু একটু সাহস দেওয়া প্রয়োজন। আর যদি একটু ভিতু হইয়া যান তাহলে আপনি কোন কিছু করতে পারবেন না । সব কিছু মনের ভিতর থেকে গড়ে উঠে ।মন যার যত শক্ত সে তত বেশি জ্ঞানী । আর আপনার যদি মন দূরবল হয় আপনি যতই জ্ঞানী হন না কেন কোন কাজে আসবে না ।
এজন্য ভিতু মানসিকতা দূরে রাখুন এবং যেখানে ভয় আসে সেই কাজ টা আগে করুন । এবং ভয় দূর করুন । তাহলে জিবনে উন্নতি করতে সক্ষম হবেন ।
আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । সবাই সুস্ত ভাল থাকবেন। সবার সুস্ত কামনা করছি।