ভয়কে জয় করুন এবং ভিতু মানুসিকতাকে দূরে রাখুন

By @smsadman5/11/2018writer

মানুষ এমন এক সৃষ্টির সেরা জীব যে চেষ্টা করলে সব কিছু করতে পারে। পারে না এমন কিছু কাজ নাই। পৃথিবী যখন সৃষ্টি হইয়াছিল তখন পৃথিবীতে কিছু ছিল না মানুষের আবিস্কার । এখন পৃথিবীতে দেখুন অনেক কিছুই আসে । সব মানুষের নির্মিত । সুদু আল্লাহ বুদ্ধি দিয়াছেন এবং করার ক্ষমতা দিয়াছেন । সেই অনুপাতে মানুষ কঠোর প্ররিশ্রম করে আজ অনেক কাজ করে আসতেছে । কোন কিছুতেই যেন ভিতু নই। 

মানুষের মনে যদি একটু সাহস যোগান দেওয়া যাই এরা য কোন কিছুই করতে পারে । শুধু একটু সাহস দেওয়া প্রয়োজন। আর যদি একটু ভিতু হইয়া যান তাহলে আপনি কোন কিছু করতে পারবেন না । সব কিছু মনের ভিতর থেকে গড়ে উঠে ।মন যার যত শক্ত সে তত বেশি জ্ঞানী । আর আপনার যদি মন দূরবল হয় আপনি যতই জ্ঞানী হন না কেন কোন কাজে আসবে না । 

এজন্য ভিতু মানসিকতা দূরে রাখুন এবং যেখানে ভয় আসে সেই কাজ টা আগে করুন । এবং ভয় দূর করুন । তাহলে জিবনে উন্নতি করতে সক্ষম হবেন । 

আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । সবাই সুস্ত ভাল থাকবেন। সবার সুস্ত কামনা করছি। 
355

comments