পৃথিবীতে একজন বাক্তি আসে যিনি কোন স্বার্থ সারাই ভালবাসে তিনি হল আমাদের মা। তিনি হলেন পৃথিবীর সব থেকে বড় ডাক্তার। তিনি সন্তানের মুখের দিকে তাকিয়া বলে দিতে পারে কি সমস্যা । সন্তান যখন অনেক অসুস্ত হইয়া পড়ে তখন এই মা সন্তানের জন্য কতইনা সেবা যত্ন করে থাকে। সন্তানের জন্য মায়ের ভালবাসা আল্লাহ এর দান। যার মা নেই সেই জানে মায়ের ভালবাসা টা কত বড়। আমাদের মা কত কষ্ট করে ১০ মাস ১০ দিন নিজের গর্বে ধারন করে আমাদের আস্তে আস্তে বড় করে তুলেছেন। মায়ের কতই না কষ্ট হইছে । সেটা কিন্তু আমরা কেও বুজতে পারি না।
আমাদের মায়ের ভালবাসা শত কোটি টাকা দিয়া ও পাওয়া যাবেনা । আর মায়ের ভালবাসার দাম ও দেওয়া যাবেনা । মা সন্তানের কখনও অমঙ্গল কামনা করে না। সন্তান যতই খারাপ হক না কেন। কিন্তু আমাদের ভিতরে কত সন্তান আসে যারা মাকে দুই বেলা খেতে দেই না। মা কে ভারি মনে করে। কিন্তু এই মা কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানের খেতে দিছেন। এটা ভাবতে গেল ও কত কষ্ট লাগে। সন্তান বাথা পেলে মা বাথা পাই। সন্থান অসুস্ত হলে মা সারারাত না গুমিয়া সন্তানের যত্ন করে থাকেন। আর মা কে আমরা কত ছোট করে চিন্তা করি। কিন্তু এটা করা ঠিক নই।
সবাই আমার কথা একটু মন দিয়া চিন্তা করবেন।
আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ।সবাইকে অনেক ধন্যবাদ ।সবাই সুস্ত ও ভাল থাকবেন।