ঢাকা শহরের যানজট

By @smsadman5/9/2018trafficjam

বাংলাদেশের রাজধানী ঢাকা , কিন্তু এই রাজধানিতে এত পরিমান মানুষ বসবাস করে এবং অনেক গাড়ি চলাচল করে । এই এই ঢাকাতে অনেক রকমের শিল্প কারখানা গড়ে উঠেছে । যার কারনে এই ঢাকা শহরে অনেক শ্রমিক বাস করে। এবং এদের কাজের শুরুতে এবং কাজের শেষে রাস্তাই অনেক যানজট দেখা যাই । 

ঢাকা শহরে ৩০ মিনিটের রাস্তা যেতে সময়ই লাগে ৪ ঘণ্টা । আর রাস্তার অবস্তা খুব খারাপ । আর মানুষের তুলনাই গাড়ি বেশি । ঢাকা শহরের মানুষ অনেক যন্ত্রণাই  বসবাস করে। খুবই সমস্যা। আমাদের দেশে যদি যানজট না থাকত অনেক উন্নত হত। উন্নত দেশের দিকে তাকালে দেখা যাই ওদের দেশে যানজট খুব কম নাই বললে চলে। যে দেশের যোগাযোগ বাবস্তা যত ভাল সে দেশ তত উন্নত। কিন্তু আমাদের দেশ ছোট এবং জনসংখ্যা অনেক বেশি । এবং দিন দিন আর বাড়তেছে  কই এক বছর পর আমাদের দেশে আর যানজট দেখা দিবে । 

সমস্যাঃ 

  1. ঠিক সময় মত অফিস যেতে পারে না। 
  2. স্কুল যেতে দেরি হয়। 
  3. প্রয়োজনীয় জিনিস এক জাইগাই  থেকে অন্ন জাইগাই নিতে দেরি হয়। 
  4. প্রয়োজনীয় কাগজ পাঠাতে দেরি হয়। 
  5. সময় অপচয় হয়। 
  6. বিরক্ত হইয়া যাই। 
  7. অতিরিক্ত যানজট হলে অনেক কালান্ত হইয়া যাই।
  8. তারাতারি ঘুম হয়। 
  9. অফিসে কাজের কালান্তি হয়। 
সুতরাং এই যানজট মুক্ত করার বাবস্তা করতে হবে। আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । সবাই ভাল এবং সুস্ত থাকুন।
401

comments