সময় খারাপ গেলে হতাস হবেন না

By @smsadman4/28/2018writing

মানুষের জীবন ভাল এবং মন্দ আসে। তাই বলে সময় খারাপ গেলে আপনি কখনও হতাস হবেন না। খারাপ সমইয়া আপনি ধরজ ধরে থাকুন। নিচ্ছই ধরঝর ফল মিষ্টি হবে। এর জন্য আপনাকে মাঠা ঠাণ্ডা করতে হবে। 

জাদের সময়ই খারাপ তারা এমনিতেই হতাস হইয়া যাই। কিন্তু আপনি যদি হতাস না হইয়া বিষয়ই টা নিয়া একটু ভাবেন তাহলে আমার মনে হই আপনি বিষয় টা একটু হলেও সমাধান করতে পারবেন। আর সমাধান করতে হলে আপনাকে কঠোর প্ররিশ্রম করতে হবে। প্ররিশ্রম এর ফল মিষ্টি হই । আর আপনি ভাল জিনিস যখন খাবেন তখন একটু হলে ও হতাস হতে হবে। মানুষের জিবনে যে কোন সময়ই খারাপ যেতে পারে। খারাপ ভাল নিয়া মানুষের জীবন। জবনে ভুল করবেন সমাধান হবে । আতাই প্রকিতিক নিয়ম। নিয়ম এর বাইরে আপনি চলতে পারবেন না। 

আমার কথা মেনে ছলা ছেস্তা করবেন।

আমার পোস্ট পড়ে হতাস হবার কারন নাই। আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্ত থাকুন ভাল থাকুন। 
441

comments