
বন্ধন শব্দটা ছোট্ট একটা শব্দ হলেও এটার কার্যকারিতা কিন্তু অনেক বড়। শব্দটা ছোট বলেই এটার কাজ ছোট হবে এটা কিন্তু কোনো কথা নয়। আপনি ভাবুন বন্ধন কথাটার মধ্যে কত কি লুকিয়ে আছে। আপনি আপনার পিত মাতার সাথে যে বন্ধনে আবদ্ধ আছেন সেটা মূল্য হীন। অর্থাৎ আপনি আপনার পিত মাতার মায়াকে যে কোনো মূল্যেই হ রাতে চাইবেনা না। আর যদি এমন হয় তপনি আপনার বাবা মাকে ভালো বসেন না। হেহে , যদিও এটা কোনো ভাবেই সম্ভব না। কারণে পৃথিবীর প্রতিটা ছেলে মেয়েই তার বাবা মার সাথে এমন একটা বন্ধনে আবদ্ধ থাকে যেটা পৃথিবীর সব থেকে কঠিন আবার মজবুত বন্ধন।
যে আপনাকে আপনার ছোট থেকে বড় করেছে তাকে কি আপনি ভুলতে পারবেন। এটা কিভাবে সম্ভব। হেহে , এটা কোনো ভাবেই সম্ভব না। যাই হোক,. আমার কথা হচ্ছে বন্ধন জিনিষটা অমূল্য হীন। কখনই এটা টাকা দিয়ে কেনা যায়না। আর হ্যা , এটা হয়তো টাকা দিয়ে কেনা যায়না কিন্তু এটা যাতে হারিয়ে যা যায় সেই দিকেও নজর রাখতে হবে। কোনো কিছুর যদি যত্নই না নিতে পারেন তাহলে সেটা থাকবে কিভাবে ? আর শুধু সম্পর্ক না , আপনি যদি যেকোনো জিনিসের যত্ন না নেন তাহলে সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে।
আর আপনি নিশ্চই চাইবেন না আপনার প্রিয় মানুষটা হারিয়ে যাক। আসলে বেশির ভাগ সময় এমনটাই হয় , আর হ্যা , আমি কিন্তু বাবা মার কথা বলছিনা। উনাদের প্রতি আমার যতই অদায়িত্বশীল হই না কেন , উনারা কিন্তু কখনই আপনার প্রতি অদায়িত্বশীল হবে না , বা আপনার কাছ থেকে দূরে সরে যাবে না। আসলে আমি বলতে চাচ্ছি আপনার প্রিয়জনের কথা। যদিও আপনি সে যদি আপনার সত্যিই প্রিয়জন হয় তাহলে আপনি তার প্রতি এতটাও অযত্ন শীল হবেনা না যে সে আপনার অবহলের কারণে আপনাকে ছেড়ে চলে যাবে ।
আচ্ছা যাই হোক , আমি বলতে চাচ্ছি যে বন্ধন জিনিষটা এমন একটা অমুল্লহীন জিনিস যেটাকে মাঝে মাঝে নিজের অবহলের কারণে হারাতে হয়। আমার মূল বক্তব্য হচ্ছে আপনি কোনো জিনিসকেই তুচ্ছ করে দেখবেন না , হয়তো এখন সেটার মূল্য বুঝতে পারবেনা না , কিন্ত পরে যখন এটাকে হারিয়ে ফেলবেন তখন ঠিকই সেটার মূল্য বুঝতে পারবেন। আর আমার কাছে কেন জানি মনে হয় আপনি যখন কোনো জিনিষকে হারাতে হারাতে আবার ফিরে পাবেন তখন আপনার সেই জিনিসটার প্রতি আগের থেকে অনেক বেশি গুরুত্ত বেড়ে যাবে ।
নিজের জীবনটাকে গুছাতে শিখুন , আজ না হয় কাল আপনাকে আপনার সব দায়িত্ব গুলো পালন করতে হবে। আপনার কাউকেই ছোট করে দেখতে পারেন না। আর আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই এই ভুলটা করে থাকে। আচ্ছা আরেকটা কথা , কাউকে সময় দিতে না পারা , বা তাকে তেমন বেশি একটা গুরুত্ত দেন না। তার মানে এই না যে আপনি তাকে ভালো বসেন না বা তাকে দেখলে আপনার বিরক্ত লাগে। কিন্তু কিছু মানুষ আছে যারা একটু বদ মেজাজ স্বভাবের হয়। মানে আপনাকে দেখাবে আপনাকে সে অবহেলা করছে। কিন্তু সে মন থেকে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর তাদের এমনটা করার কারণ হলো তারা চায় যে আপনার তার ভালোবাসার পরিমান সম্পর্কে জানুক আর হয়তো সে আপনাকে দেখে লজ্জা পায়।