কোরবানির গরু বাছাই করার পদ্ধতি (মহান আল্লাহ তায়ালার খুশি লাভের আশায় উত্তম পশু কোরবানি করি )

By @sharifulalam8/18/2018eid

কুরবানী চলে এসেছে । আসছে ২২শে আগস্ট ইনশাআল্লাহ আমরা সবাই যার যার সাধ্যমতো কুরবানী করার চেষ্টা করব ।

আমাদের এক মাত্র উদ্দেশ্য থাকতে থাকবে মহান আল্লাহ কে খুশি করে তার সন্তুষ্টি অর্জন করা । আমরা সবাই চেষ্টা করব কুরবানীর হাটে গিয়ে সুন্দর দেখে পশু কিনে কোরবানি দেওয়ার । নিজেদের সন্তুষ্টি অথবা সমাজে নিজেদের প্রতিষ্ঠিত হিসেবে দাম পাওয়ার জন্য কুরবানীর মন মানষিকতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ।

cow 2.jpg
source
কুরবানীর পশু যেন সুন্দর হয় সে জন্য কিছু গুণাগুণ আমাদের লক্ষ্য রাখা উচিত । এইসব গুনাগুন পর্যবেক্ষণ করে কুরবানী পশু ক্রয় করা প্রয়োজন । নিম্নে কুরবানীর পশু বাছাইকরণ কিছু প্রক্রিয়া বা গুনাগুন আপনাদের উপকারের লক্ষ্যে তুলে ধরার চেষ্টা করলাম :

=> কুরবানির গরু কিনতে যাওয়া সময় অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যাওয়া প্রয়োজন । যে অভিজ্ঞ মানুষ টি ভালো ও সুস্থ ও সঠিকভাবে চিনতে পারে এবং গুনাগুন যাচাই করে সঠিক গরু নির্বাচন করতে পারে ।

=> গরু কুরবানী দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টি দেখতে হবে সেটি হলো তার বয়স । কুরবানীর জন্য অন্তত দুই বছর হওয়া গরু বাছাই করতে হবে । সুস্থ পূর্ণবয়স্ক গরুর দাঁত দেখে ৫ বছর বয়স পর্যন্ত গরু বাছাই করা যায় ।
দুই বছর বয়স গরুর ২টি, তিন বছর বয়সে ৪টি, চার বছর বয়সে ৬টি এবং পাঁচ বছর বয়সে ৮টি কর্তন দাঁত থাকে।
গরুর দাঁত গুলো অক্ষত ও সুন্দর দেখে বাছাই করার চেষ্টা করব ।

goat 1.jpg
source
=> ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর বয়স হওয়া প্রয়োজন । ভেড়ার বয়স এক বছর হতে হবে কিন্তু যদি ছয় মাস বয়সে অনেকটা দেখতে বড় সরো হয় তাহলে কুরবানী করা যাবে । উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে ।

=> আমরা চেষ্টা করব দিনের আলোতেই যেন পশু বাছাই করে কিনা যায় । কারণ অন্ধকারে অনেক সময় অসুস্থ বা রোগাক্রান্ত পশু বাছাই করা সম্ভব হয় না ।

=> অসুস্থ পশু বাছাই করার একটি সুন্দর প্রক্রিয়া হল তার মুখে কিছু খাবার ধরে দেখা । সুস্থ পশু খাবার খাবে সহজে কিন্তু অসুস্থ পশু সহজে খাবার খেতে চায় না ।

=> একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গর্ভবতী কিনা তা বাছাই করা । কারণ পশু গর্ভবতী হলে কুরবানী দেওয়া হারাম ।

=> সুস্থ ও সুন্দর গরুর কুঁজ মোটা ও টানটান হয় ।

=> পশু কিনার আগে ঠিকমতো পরীক্ষা করে নিন শরীরের কোন অংশে ক্ষত আছে কিনা । শিং ভাঙ্গা, লেজ, মুখ, দাঁত, খুর ঠিকমতো পরীক্ষা করে নিন কোন সমস্যা চোখে পরে কি না ।

=> কুরবানীর সময় আমরা সবাই চাই বড় সাইজের পশু কিনতে । এইসব বড় সাইজের গরু অনেক সময় ইনজেকশন বা হরমোন ট্যাবলেট খাওয়ানো হয়ে থাকে । তাই আমরা চেষ্টা করব মাঝারি সাইজের গরু বা পশু বাছাই করে কুরবানী করার ।

=> গরু বাছাই করার ক্ষেত্রে দেশি গরু বাছাই করা ভালো । কেননা বাহির থেকে আসা পশু অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় অথবা ক্লান্ত থাকার কারণে ঝিমাতে থাকে সে ক্ষেত্রে গরু সুস্থ না অসুস্থ সেটা বুঝা যায় না ।

=> শরীরে অতিরিক্ত পানি জমার কারণে হরমোন দেওয়া গরু বেশি আকর্ষণীয় ও মোটা দেখা যায় । এটা পরীক্ষা করার উপায় হল এদের শরীরে আঙুল দিয়ে চাপ দিলে সেখানে গর্ত হয়ে থাকে যা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না ।অসুস্থ পশুর মুখে অতিরিক্ত ফেনা থাকবে ।

=> কুরবানী ক্ষেত্রে আরেকটি বিষয় হলো মোটা গরু মানে সুস্থ মা ভালো গরু নয় । মোটা বা স্বাস্থ্যবান করতে চর্বির পরিমাণ বেশি থাকে যা মানুষের স্বাস্থ্যের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় । আরেকটি সম্ভাবনা থাকে বিভিন্ন ওষুধ দিয়ে গরু মোটা করা যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এই ধরনের গরু বাছাই করা করার থেকে বিরত থাকাই ভালো ।

=> কোরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা চেষ্টা করব আকর্ষণীয় রংয়ের পশু বাছাই করার যা দেখতে সুন্দর হয় ।

CAMEL.jpg
source

এসব বিষয় পর্যবেক্ষণ করে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচা এবং সুস্থ ও সুন্দর পশু বাছাই করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করা আমাদের প্রধান লক্ষ্য হওয়া প্রয়োজন ।

আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আসন্ন কোরবানির জন্য পশু নির্বাচন করার কিছু গুনাগুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম । যদি আরো কোন কিছু প্রয়োজনীয় ব্যাপার থাকে তাহলে পরামর্শ দিয়ে সাহায্য করুন ।

ইব্রাহিম আলাই সাল্লাম এর আদর্শ সামনে রেখে মহান আল্লাহকে খুশি করার লক্ষ্যে কুরবানী করাই আমাদের অন্তরের বাসনা হবে ইনশাআল্লাহ ।সবাই ভাল থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ।

পশুর রক্ত ও বর্জ্য ভালভাবে পরিষ্কার করে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখি ধন্যবাদ ।

up vote ও comment এবং follow me করে পাশে থাকুন ।

5

comments