আত্মবিচার

By @shajon2/23/2019poem

মনে উত্থান মনেই পতন 

ক্ষণিক সময়ে কতোবা যতন,

রুদ্ধশাসে উঠিতে চাহিয়া

আত্মার কেন অঝোর রোদন !?!


সময় বলিছে শেষের পথে 

হাপিয়ে যাবি সামাল দিতে,

ভরে গেছে আজ  বামকাঁধ তোর 

ডান কাঁধে কবে করবি সাধন !?


আর্তনাদ  আর ভব চিন্তায়,

আত্মার আজ অবুঝ রোদন |


1

comments