এইতো সেইদিন যে মানুষটা জড়িত কণ্ঠে জড়িয়ে ধরে বলেছিল,"আমি তোমাকে ছাড়া বাঁচবো না"...
সে তো দিব্বি বেচে আছে অন্য করো আলিঙ্গনে।
আর সাথে বলছে,"বাঁচতে হলে তোমাকে চাই।"
আসলে মুখের কথায় বা জড়িয়ে ধরে চোখের দু'ফোটা পানি ফেললেই চিড়া ভিজে না।কেউ দরকার ফুরিয়ে গেলে আর বেঁচে থাকার হাতিয়ার থাকেনা।দরকারের সাথে সাথে বেঁচে থাকার হাতিয়ারও বদলায়।
মাঝে বসে কান্না করে আবেগ জড়িত কথায় বিশ্বাস করা মানুষগুলি।