ঢাকায় কর্মরত চুয়াডাঙ্গার সাংবাদিকদের সংগঠন

By @sekra12/9/2018news

ঢাকায় কর্মরত চুয়াডাঙ্গার সাংবাদিকদের সংগঠন "চুয়াডাঙ্গা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা-সিজেএডি'র প্রথম কার্য নির্বাহী কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনিত হওয়ায় এসএটিভি'র স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গার কৃতি সন্তান আনজাম খালেককে অভিনন্দন।
তিনি এরআগে সময় টেলিভিশন, একুশে টেলিভিশন, আঞ্চলিক দৈনিক মাথাভাঙ্গাসহ পত্রিকাসহ বেশক'টি গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। তার এই পথ চলা হোক আরো সুদৃঢ় ও সফলময়, শোভাকাঙ্খি হিসেবে সেই কামনা করছি।

hjhj.jpg

5

comments