মাশরাফিদের বিপদ থেকে বাঁচাতে দলে যোগ দিলেন দুই তারকা

By @sarmin11/15/2017criket

মাশরাফিদের বিপদ থেকে বাঁচাতে দলে যোগ দিলেন দুই তারকা
gonews24.com Nov 15, 2017 4:11 PM
মাশরাফিদের বিপদ থেকে বাঁচাতে দলে যোগ দিলেন দুই তারকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে (পঞ্চম) এখন পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। যাতে একটি জয় ও দুটিতে পরাজয়ের মুখ দেখে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে দলটি। বলাই যেতে পারে একেবারে পয়েন্ট টেবিলে তলানীতে অবস্থান রংপুরের। মূলত দলের কম্বিনেশনের কারণেই মাশরাফিদের এমন হাল।

তবে এবার সেই সমস্যা সমাধান হতে চলছে। রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মত বিপিএলে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন বিশ্বের অন্যতম টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যান সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তার ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন।

ছবি সংযুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ‘ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেটের দেশে পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ নভেম্বর কুমিল্লার বিপক্ষে তিনি মাঠে নামবেন। বোর্ডে তাকে স্বাগতম। '

ম্যাককালামের আগে দলে যোগ দেন কুশল পেরেরা।

34

comments