স্মৃতিরপট

By @santo14/7/2018banglastory

স্মৃতিরপট
বৃস্টিশেষে!!!!!!!!!!
আনন্দ

প্রিয় আনন্দ,
খুব বৃস্টি হচ্ছে, একটু স্পর্শ করতে ইচ্ছে করছে, কতদিন বৃস্টিতে নিজেকে ভেজানো হয় না, হবেই বা কি করে????
তোমার চিন্তাতেই তো সকল অনুভূতি ভোতা হয়ে যাচ্ছে, যেভাবে ভোতা হয় প্রতিটি মিস্টি প্রেমের গল্প সে প্রেমের মিস্টি পাপের কারণে!!!!!!

ভালোবাসার টানটাই মনে হয় এমন, খুব বেশি কাছে যেতে ইচ্ছে করে, একই সাথে খুব বেশি কাছে পেতেও ইচ্ছে করে, শুধু ইচ্ছেটাকে স্থায়ী করতেই ইচ্ছে করে না!!!!!
কেন এমন হয় আনন্দ, বলতে পারো?????

পারবে না তুমি জানি, কারণ এই না পারা গল্পের অর্থ আমরা জানি না, আমরা শুধু ছুটতে জানি, মিস্টি পাপের দিকে!!!!

আর একটা সময়, দিকের ছুটে চলায়, আমাদের দিকভ্রান্ত হতে হয়, যেমনটি হয়েছো তুমি!!!!
তোমার জন্য আফসোস ছাড়া আমার কাছে কিছু অবশিস্ট নেই, যেমন টি তুমি আমার জন্য ও রাখো নি!!!!

চোখের পানির মূল্য দিতে গিয়ে, তুমি মূল্যহীন হয়ে পড়েছো সময়ের তাগিতে।
তাগিত বুঝার সময় তুমি পাও নি আনন্দ, পেলেও বুঝতে শিখো নি।
তুমিইই বলতে, মেয়েদের চোখের পানি আগুনের মত, সে পানি স্পর্শ করতে নেই, তাহলে হাত পুড়ে যাবে
আর সেই তুমিইইই হাত না, পুরো জীবনটাই পুড়িয়ে ফেলছো ধীরে ধীরে, চোখের জলের স্পর্শে।
আনন্দ, অপেক্ষা করো, এটা ছাড়া আমরা কি করতে পারি?????
কিছুই না, কিন্তু তোমার হেরে যাওয়াটা মানতে পারছি না, তাও সামন্য একটু মিস্টি প্রেম আর মিস্টি ভালোলাগার অজুহাতে।
না, আনন্দ এইভাবে প্রেমের প্রলয়ে সময়কে বিলিয়ে দিও না, তুমি পারবে, পারতে হবেই তোমাকে---
শুভ্রতা যে তোমার পথে
অপেক্ষায় আছে, কবে তুমি হেটে যাবে সে পথে, যে পথ স্বপ্ন বেধে রেখেছে তোমার আসার অপেক্ষায়
সে অপেক্ষায় আছি
তোমার ভালো থাকার।
ইতি
হেমালিনী

#banglastory
#bdbot

57

comments