একটা স্বপ্নের ঘোর লাগা কিংবা হয়তো বাস্তব

By @rita2535/19/2018smartphonephotography

29104114_1634929836589228_5511029544322072576_n.jpgএকটা মেয়ে আর একটা ছেলে হাত ধরে হাটছিলো। হঠাৎ করে মেয়েটি ছেলেটির সামনে হাটু গেড়ে বসে পড়লো, বাড়িয়ে দিলো একটি হলুদ গোলাপ। মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে, "এই আমার প্রোপোস।" বলে ফুলটি বাড়িয়ে লজ্জায় মাথাটা নিচু করে ফেললো। ছেলেটি তো আগে থেকেই ভালোবেসে বসে আছে। সে তাড়াতাড়ি চারপাশের মানুষগুলোকে খেয়াল করে, অস্ফুটস্বরে "I do" বলে মেয়েটার কাধ ধরে তাকে উঠালো। এরপর দুজনে হাটা শুরু করলো আবার।

মেয়েটার আশেপাশের সবাই তাকে 'নির্লজ্জ' বলতো। তারা জানতো মেয়েটার মুখে কিছুই আটকায় না। অথচ হেটে যেতে যেতে মেয়েটা ভাবতে লাগলো, "আমার মত নির্লজ্জের এত লজ্জা কোন দুনিয়া থেকে যে আসে..."

comments