আমার ভাবনা

By @rita2533/31/2018busy

সুশীল সমাজের যেসব সুশীল মানুষের মাথাব্যথা, আমি কেন চুল ছোট রাখি,আজকে তার ব্যাখ্যা দিচ্ছি।
পিটানোর সময়ে মেয়েটাকে এমনিতে ধরা যায় না,পিছলিয়ে বেরিয়ে যায়। একটা কাজ করলে মেয়েটাকে আটকাতে পারা যায়। সেটা কি?
চুলের মুঠি ধরে ফেলা। জ্বি,চুলের মুঠি ধরে ফেললে যত ছুটাছুটি করতে চাক,মাথা ছেড়ে তো আর পালাতে পারবে না? দাও মার ইচ্ছামত,মাথায়,গালে চোখেমুখে,বুকে পিঠে,পায়ে...
চুল কেটে ফেলেছিলাম। তখনও সমস্যা। এ মা! কেটে ছোট করে রাখলে পিটাতে সুবিধা হবে না তো। অতএব,বড় করার জন্য আবার পিটানি। ঝাড়ু,দরজা খিল দেওয়ার মোটা লাঠি,খুন্তি,শাবল, স্কেল,কি নেই পিটানোর উপকরণের মধ্যে...
কোনদিকে বাঁচব? কোমর পর্যন্ত দীঘল কেশ রেখে? নাকি ছোট চুল রেখে ছুটে পালিয়ে?
আপনারা তো একবারও বাঁচাতে আসেননি,যখন মারে মারে গায়ের কালশিটে পরে গেছে, মারের চোটে সাথে সাথে হাত পা কাঁপা শুরু করেছে, নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে,জ্বর হয়ে বিছানায় পড়ে থেকেছি,কেউ জানেনি,কেউ কপালে হাতটাও বুলাতে আসেনি।
সবাই খালি পারেন,চুলের মাহাত্ম্য বর্ণনা করতে,বাঙালি মেয়েদের শোভা চুল,চুল মেয়েদের সৌন্দর্য্য,হ্যান ত্যান।
সৌন্দর্য্য রাখতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হয় আমার। আর আপনারা খালি পারেন, উপদেশ দিতে। সোশাল মিডিয়াতে এসব লিখার কোন উদ্দেশ্য ছিল না। আপনারাই বলবেন,"সহানুভূতি কুড়াচ্ছি,'সাহসী' লেখা লিখে সস্তা পরিচিতি চাইছি"
বললে বিশ্বাস করেন বা না করেন, আমার ওসবের কোন উদ্দেশ্য নেই। ভেতরের খবর জানিয়ে রাখলাম এ কারণে যে,ভবিষ্যতে আপনার খাবো না,আপনার পড়ব না জেনেও,আমাকে যদি চুলের সৌন্দর্য্য নিয়ে জ্ঞান দিতে আসেন, তো খোলা ময়দানে উলঙ্গ করে ছেড়ে দেব।
জ্বি, অনেক ভদ্রতা করেছি,ভদ্রতাকে ধরা হয়েছে দূর্বলতা।
ভদ্রতা শেষ।
Ciao
27332700_10155171384440718_743366232741203333_n.jpg

1

comments