যুক্তি প্রয়োগের মাধ্যমে অন্যকে Convince করা

By @rishan8/18/2018life
ছোটকাল থেকেই আমরা আমাদের নানা ধরনের জেদ পুরন করার জন্য বাবা-মা এর কাছে নানা ধরনের আবদার করতাম। সেটাতে যদি তারা সম্মতি না দিতো তাহলে কান্না-কাটি সহ নানা ধরনের বাহানা করে তাদের সম্মতি হাসিলের চেষ্টা করতাম, এককথায় তাদেরকে Convince করার চেষ্টা করতাম। এভাবে নানা ধরনের টেকনিক খাটিয়ে সম্মতি হাসিল করাই হচ্ছে **Persuasion Technique** । কাউকে Convince করতে হলে অবশ্যই এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যাতে সে সহজে Convince হয়ে যাবে। তাই কথোপকথন শুরু করার পুর্বে আপনি আপনার ব্যবহার করার জন্য শব্দ বাছাই করে নিন ।


Image Source

কাউকে Convince করতে হলে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে কি করলে তাকে খুব সহজেই Convince করা যাবে ? তার পছন্দ ও অপছন্দের বিষয় গুলো জানতে হবে । অনেকেই আছে সহজে যেকোন কথা বুঝতে চায় না , তাই তাদেরকে বুঝানোর জন্য উদাহরণ আগে থেকে ভেবে নিতে হবে যাতে তাদেরকে সহজে ব্যপারটা বুঝানো যায়। আবার অনেককে কিছু কথা সরাসরি বললে হয়তো কষ্ট পেতে পারে তাই ঘুড়িয়েপেচিয়ে বলতে হবে। এভাবে শ্রতাকে বুঝার চেষ্টা করতে হবে । আপনি যদি শ্রোতার ধ্যান-ধারনা সম্পর্কে ভালো জানতে পারেন তাহলে আপনার যুক্তি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।

https://700011.xyz/files/funzug/fzmails/valuable_skills_need_01.jpg
Image Source

কাউকে কোন কাজের প্রতি আকৃষ্ট করতে হলে অবশ্যই তাকে সেই কাজটির সুবিধাগুলো ভালোভাবে বুঝাতে হবে । আমরা সকলেই কোন কাজ করতে গেলে আগে দেখি যে সেই কাজ থেকে আমার কি লাভ আসবে ঠিক তেমন চিন্তা শ্রোতাও করবে তাই তাকে ঐ কাজের সুবিধা গুলো বুঝান । তাই এখানে তার আগ্রহ বাড়াতে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা অত্যান্ত জরুরি ।

63

comments