পরীক্ষা শেষে অবসর সময় না কাটিয়ে করে ফেলো ভালোভাবে ছুটি কাটানোর প্ল্যানিং ।

By @rishan8/4/2018vacation

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ? আশা করি ভালো আছো । আজ আমি আলোচনা করবো পরীক্ষা শেষে অবসর সময়টায় কীভাবে ট্রাভেলের প্ল্যানিং করা যায়। কিছু দিন হলো ঊচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা চলাকালীন আমাদের অনেক কিছুই করতে মনে চায়, মনে চায় দূরে কোথাও ঘুড়ে আশি কিন্তু তা করতে পারি না। কারন পরীক্ষা নামক শিকল আমাদের পায়ে বাঁধা থাকে। আবার পরীক্ষা শেষে আমাদের মাথা থেকে সে সব আইডিয়া হাওয়া হয়ে যায়। বুঝে উঠতে পারি না অবসর সময় কীভাবে কাটাবো , তাই আলসেমি করেই একটি মহামুল্যবান দিন আমরা পাড় করি। তাই সামনের ছুটিতে যাতে আলুর বস্তার মতো ঘড়ের এক কোনায় আলস সময় পাড় না করে আজই ট্রাভেল প্ল্যানিংটা সেরে ফেলো।

প্ল্যান করা

http://www.advantage-realestate.com/wp-content/uploads/2017/05/Vacation-Planning-%C2%A9-Joanne-Zh-Dreamstime-14130635-e1452806875423-1000x399.jpg
Source

তুমি কোথায় যেতে চাও একা যেতে চাও নাকি বন্ধুদের সঙ্গে যেতে চাও সেটি ঠিক করো। যেহেতু তুমি একজন স্টুডেন্ট তাই তোমার প্ল্যানিং টাও হতে হবে সেই হিসেবে। কখনোই ব্যবসায়িক বা চাকুরিজীবিদের মতো চিন্তা করে প্ল্যান করবে না। ট্রাভেল করার সময় ঘুম, বিস্তর আড্ডাবাজি, মুভি আর খাওয়া-দাওয়া’র পাশাপাশি কিছু স্কিল ডেভেলপমেন্ট এর জন্যও সময় রাখতে পারো । সর্বদা নতুন জায়গা হতে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা রাখবে।


দৈনিক রুটিন অব্যহত রাখা

https://cdn-media-2.lifehack.org/wp-content/files/2018/03/27233542/powerful-daily-routine.001.jpeg
Source

আমরা যখনই একটি ছুটি পাই তখনই আমাদের দৈনন্দিন জীবনে একটু আলসেমোর ভাব দেখা দেয়। আমরা বেপরোয়া হয়ে পড়ি এবং আমাদের রেগুলার রুটিন হতে বহির্ভুত কার্যকলাপ করি। যেখানে আমরা ভোরে ঘুম থেকে উঠে জগিং এ বের হতাম সেখানে আমরা ছুটির দিনে বেলা ১১টা পর্যন্ত ঘুমাই। আবার অনেক সময় রাত জেগে মুভি দেখি, কিন্তু এতে যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে সেদিকে আমাদের খেয়াল থাকে না। এতে আমাদের শরিরের অনেক ক্ষতি হয় , যার ফলে নানা ধরনের রোগ বা দুর্বলতা দেখা দেয়। তাই ছুটির সময় নিয়মতান্ত্রিক জীবনটাই মেনে চলা ভবিষ্যতের জন্য শ্রেয় ।

comments