সিভি লেখার কিছু কলাকৌশল আয়ত্ত করুন আজই।

By @rishan5/9/2018life

এখনকার সময় পড়ালেখা শেষে আমাদের সকলেরই লক্ষ্য একটাই থাকে আর তা হচ্ছে চাকরি। আর এই চাকরি পেতে আমাদের কতো কিছুই না করতে হয় । তবে সর্বপ্রথম যেই কাজটি করতে হয় সেটি হচ্ছে একটি সুন্দর সিভি তৈরি করা। যেখানে আপনার জীবন বিত্তান্ত সহ আপনার যোগ্যতার প্রতিচ্ছবি ফুটে উঠবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা তাড়াহুড়া করে সিভি তৈরি করতে গিয়ে অনেক ভুল করে ফেলি, যার জন্য অনেক সময় আমাদের চাকরি পেতে সমস্যা হয়।

আমরা অনেক সময় এলোমেলো ভাবে আমাদের সিভি তৈরি করি আব্র অনেক সময় যেকোন দোকানে গিয়ে আগে থেকে তৈরি একটি সিভি এডিটিং করে জমা দেই। এটা মোটেই ঠিক নয়। আপনার সিভি তৈরি করার সময় আপনার খুটিনাটি সব গুন তার মধ্যে তুলে ধরতে হবে। চলুন দেখে নেওয়া যাক একটি আদর্শ সিভি তৈরি করতে কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে।

[Image Source](http://blog.guiaja.net/wp-content/uploads/2017/12/perfil-profissional-3.png)

প্রথমে কথা বলি সিভির দৈর্ঘ্য নিয়ে। আমরা অনেকেই অনেক কনফিউশনের মধ্যে থাকি যে সিভির দৈর্ঘ্য কতোটুকু করবো। অনেকে ভেবে থাকি যত বড় সিভি হবে তত ভালো, ধারনাটা ভুল। আমরা এই ভুলের জন্যি অনেক সময় কোয়ালিফিকেশেন থাকা সত্ত্বেও জব পাই না। আপনি যদি ফ্রেশার অথবা অন্তত ৮ বছর চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ২ পেজের সিভি তৈরি করুন, যদি তার বেশি অভিজ্ঞতা থাকে তাহলে আরো একটি পেজ বাড়াতে পারেন।তবে মনে রাখবেন পেজ বাড়ানোর চেষ্টা করতে গিয়ে হাবিজাবি লিখবেন না সিভিতে।

আমরা অনেকেই বাহিরেরে দেশে চাকরি করার জন্য বিদেশে সিভি পাঠাই । কিন্তু অনেকেই কন্টাক্ট নাম্বারের আগে কান্ট্রি কোড দেইনা। এটা একটি বড় ভুল। আমরা দেশের ভিতরে জবের জন্য কান্ট্রি কোড না দিলেও সমস্যা নেই কিন্তু বিদেশে সিভি পাঠানোর সময় অবশ্যই এই বিষয় গুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনি আপনার সোশাল প্লাগিন গুলো ব্যবহার করতে পারেন, যেমনঃ স্কাইপ আইডি, ফেসবুক একাউন্ট ইত্যাদি। এর ফলে বিদেশি কোম্পানি আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারবে।

[Source](https://fiverr-res.cloudinary.com/images/t_main1,q_auto,f_auto/gigs/64341534/original/8ebf18b35932a7434567c50d491246ee53a7e793/give-high-quality-guest-post-on-jobs-and-careers-blog.jpg)

এখনকার চাকরির বাজারে চাকরি পাওয়া খুব দুষ্কর। তাই আমরা পাগলের মতো হন্যে হয়ে চাকরির পিছনে ছুটতে থাকি । আর এই সময় আমরা যেই বড় ভুলটা করি সেটা হচ্ছে, একই সিভি সেলস, মার্কেটিং, ব্রান্ডিং, একাউন্ট যে কোন চাকরীর জন্য বিলাতে থাকি। এসব একদমই ঠিক নয়। শুধু চাকরি পেলেই হবে না, সেই চাকরির প্রতি আপনার ভালোবাশা থাকতে হবে। আপনার হয়তো চাকরির খুব দরকার কিন্তু আপনি যেই বিষয়ে পারদর্শী নন সেই বিশয়ের জব কীভাবে করবেন? তাতে কি আপনি কখনো ভালো ফলাফল পাবেন ? নিজেকে একবার প্রশ্ন করে দেখুন। তাই আপনি যেই বিষয়টাতে পারদর্শী সেই বিষয়ের জবকে লক্ষ্য করে সিভি তৈরি করুন। সেখানে আপনার পারদর্শিতা তুলে ধরুন। দেখবেন সাফল্য আপনার হবেই হবে।

comments