কাছাকাছি অক্ষয়-ক্যাটরিনা

By @rinky10/15/2017katrina

অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার রাভিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়াসহ একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। বিয়ের পর প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। তারপর টুইঙ্কেলের সঙ্গে সংসার ভাঙার ভয়ে প্রিয়াঙ্কা ও ক্যাটরিনার সঙ্গে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন অক্ষয়। তবে সম্প্রতি অনেকবছর পর আবারও একফ্রেমে দেখা গেলো অক্ষয় ও ক্যাটরিনা
অবশ্য কোনও সিনেমার শুটিংয়ে নয়, এবার ক্যাটকে দেখা গেল অক্ষয় কুমারের কুডো টুর্নামেন্টের নবম বার্ষিকীর অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে বহুবার অক্ষয়ের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল ক্যাটকে। এমনকি অক্ষয়ের সঙ্গে ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন ক্যাট। ক্যাপশনে লিখেছেন, 'তুমিই ঠিক, আমার চেয়ে তুমিই ভালো ছবি তুলতে পারো। বহু বছর পর আবারও একসঙ্গে... ভালোবাসা।' এদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সোশ্যাল সাইটে ক্যাটরিনাকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়ও।

ক্যাটরিনা ছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর সিং ও টাইগার শ্রফরা। উল্লেখ্য, 'হামকো দিওয়ানা কার গ্যায়ে', 'নামাস্তে লন্ডন', 'সিং ইজ কিং'সহ একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ। তারপর অবশ্য বহুদিন আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। অক্ষয়-ক্যাটরিনা জুটির ভক্তরা অনেকেই চান আবারও একসঙ্গে বড় পর্দায় এক ফ্রেমে ধরা পড়ুন দুজন।

সূত্র: ইন্ডিয়া.কম

15

comments