আমার সারা দিন

By @razu7884/29/2018day

আমার আজকের দিন টা খুব ই বাজে গেছে। একে তো সারাদিন বৃষ্টি ছিল তার উপর ঘরে পানি উঠে অবস্থা খারাপ। কিচ্ছু করার নাই। এইটা হাসিনার বাংলাদেশ। না আছে সুন্দর ড্রেন বেবস্থা না আছে বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার কোন বেবস্থা। এভাবে কয়দিন থাকা যায় কেউ বলবেন? এইতো আজ ই দেখলাম বিদ্যুতের তার রাস্তার পানি তে লেগে একজন মারা গেছে একজনের তো অবস্থা খারাপ। এই নাকি দেশের উন্নয়ন। বালের উন্নয়ন আমার। এরা বালের উন্নয়ন করবে।

10

comments