বর্তমানের তুরাগ নদী যারা আগের নাম কহর দরিয়া।
তুরাগ নদী মূলত টঙ্গী এলাকায় অবস্থিত।
তুরাগ নদীর উত্তর দিকে টঙ্গী গাজীপুর আর দক্ষিণ দিকে ঢাকা অবস্থিত!
বর্তমান বর্ষাকালের কারণে তুরাগ নদীতে পানি বেশি হওয়ায় পুরানো দিনের দেখতে অনেক সুন্দর লাগছে
মাঝে মাঝে অমেক নৌকা দেখা যায়
তুরাগ নদীর আগের নাম ছিল কহর দরিয়া তখন তুমি দেখতে অনেক সুন্দর লাগতো!
এখন তুরাগ নদীতে অনেক মানুষ মাছ মারে
কিন্ত আগের মত মাছ পাওয়া জায় না!
কিন্তু বর্তমানে মনে হয়না তুরাগ নদী কে আর বাঁচানো যাবে কারণ তুরাগ নদীতে অনেক ময়লা জমে পানিগুলো কালো হয়ে গেছে!
বর্তমানে কোন নদীকে বাঁচাতে হলে আমাদেরকে আগে আমাদের পরিবেশ টা ঠিক করতে হবে।
আমরা প্রতিদিন প্রতিনিয়ত তুরাগ নদীতে নানা ধরনের ময়লা ফেলি এর কারণেই তুরাগ নদীর আজ এই অবস্থা।
সুতরাং আমাদের উচিত আমরা যেন ময়লা যথাস্থানে ফেলি!
এতে করে আমাদের পরিবেশটা যেমন ভালো থাকবে তেমনি প্রাকৃতিক পরিবেশ ভালো থাকবে ও আমাদের নদীগুলো আর মরবে না।
সমাপ্ত