আমার অন্যতম প্রিয় একটি ফুল

By @rajkumer5/24/2018poem

বকুল তুমি কেঁদো না-
ঝড়ে পড়েছো জমিনে তাতে কী?
যত্নে কুড়িয়ে নিয়েছি সুবাস-গেঁথেছি মালা।
রেখেছি হৃদয়ে।।বকুল তোমাকে।।

আমার প্রিয় ফুলের দেখা পেলাম তাই ফিরে গেলাম ছোট বেলায়।
কুড়িয়ে নিয়ে এসে গাঁথলাম মালা।

6

comments