সূর্যাস্তের সময় মনে হয় আজকের দিনটি কিভাবে কেটেছে ভালো না মন্দ তার হিসাব তখন উঠে আসে। এমনিভাবে দিন আসে আবার দিন চলে যায়। আর আমাদের জীবন থেকেও একটি একটি করে দিন হারিয়ে যায়।
সূর্যের আলো পানিতে পড়ে তৈরি হয় নানান বর্ণ। কোথাও সূর্যের লাল আভা সাগরের জলে পরে চিক চিক করছে। সূর্য আর পানি মিলে কি এক রহস্যই না দেখলাম। সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলাম।