শেখার কিছু রকম

By @rajan0191289/2/2018blog

Screen-Shot-2012-02-21-at-9.24.19-PM.png

image source

শেখার জন্য প্রত্যেকেরই নিজস্ব কিছু ধরণ থাকে। কেউ অনেকের মধ্যে থেকে পড়তে পছন্দ করে, আবার অনেকে নিরিবিলি পড়তে ভালবাসে। কেউ দেখে দেখে শেখে, আবার কেউ অন্যের মুখে শুনে শুনে শেখে।

https://cdn.steemitimages.com/DQmWGU82J41EMv6fVfXe4Uje7rqCdFNsM3PoYcjQY5aaDJ3/AAEAAQAAAAAAAAJfAAAAJGI2ZDNhMDY1LTljNTgtNGQ1MC05MDIxLWQyMWM0ZjVmMmY4Yw.png

image source

শেখার জন্য কোন ধরনটি আমার জন্য সবচেয়ে উপযোগী তা জানার জন্য কিছু অনলাইন কুইজ-এর সাহায্য নেয়া যেতে পারে। এই ধরনের কুইজগুলোতে কিছু প্রশ্ন থাকে যার উত্তর-এর উপর ভিত্তি করে যাচাই করা যায় কোন ধরনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত।

আমাদের জীবনে শেখার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করা। পূর্ববর্তী সময়ে আপনার শেখার ধরণ এবং তার ফলাফল কেমন ছিলো সেগুলো বিবেচনা করে বেছে নিতে পারি আমাদের জন্য সঠিক শিখন পদ্ধতিটি।

একজন শিক্ষকই পারেন তার ছাত্রদের সঠিক নির্দেশনা দিতে। শিক্ষকের সাথে পরামর্শ করেও জেনে নিতে পারেন আপনার জন্য উপযুক্ত শেখার ধরন কোনটি।

15

comments