কঠিন রাস্তা সবসময় একটি সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়।

By @pulook3/22/2021hive-196890

IMG-20210316-WA0017.jpg

বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশাকরি আপনাদের দিন ভালই কাটছে। আজ একটি বাস্তব বিষয় নিয়ে লিখতে হাজির হলাম।

আমাদের মধ্যে অনেকেই সহজ পদ্ধতি বেছে নেয় জীবনে এগিয়ে যাবার জন্য।
আমি আমার চাকরি জীবনে দেখেছি, অনেকেই সহজ পথ বেছে নিয়ে আমার আগে উন্নতির শিখরে পৌঁছে গেছে।

সত্যি কথা বলতে দুঃখ যে হয় নি একেবারেই সেটা বললে মিথ্যে বলা হবে। আমার পরে চাকরিতে ঢুকে আমার আগে উন্নতির দিকে এগিয়ে যেতে আমি অনেক কেই দেখেছি।

তারা যদি নিজেদের যোগ্যতায় সেখানে পৌঁছত তাহলে হয়তো আমি আজ বিষয়টা লিখতাম ও না বা ঐসময় অত কষ্ট পেতাম না।
কিন্তু বিষয়টা ছিল সম্পূর্ণ উল্টো।

IMG-20210316-WA0038.jpg

আমার একটা খুব বাজে স্বভাব আছে সেটা হলো আমি স্পষ্ট বক্তা, আমার একটা নীতি যেটা আমি আজ ও একই রকম ভাবে পালন করে চলেছি সেটা হলো, নিজের কাছে, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা।

অনৈতিক ভাবে কিছু পাওয়ার সাধ বা ইচ্ছে কোনোটাই আমার মধ্যে কোনোদিন ছিল না, আজ ও নেই।
আমি সবসময় বিশ্বাস করি আমি যদি সৎ থাকি তাহলে আমার পরিণতি কখনোই খারাপ হবে না।
আর সৎ থাকার পর ও যদি আমার সাথে খারাপ কিছু হয়, অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবো এই ভেবে যে আমি আমার কর্ম টা ঠিক ভাবে করে গেছি ফলের আশা না করে।

যাইহোক, যারা খুব সহজ পথ বেছে নেয় জীবনে এগিয়ে যেতে তারা যত তাড়াতাড়ি উপরে ওঠে ততটাই তাড়াতাড়ি নিচেও নেমে যায়।

সবসময যে আমরা বড়দের থেকেই শিক্ষা পাই টা কিন্তু নয়, অনেকসময় ছোট রাও আমাদের অনেক বড়ো বড়ো শিক্ষা দেয়।

আমার ক্ষেত্রে তো আমি সেটা অনেকবার ই দেখেছি।
আমার আজকে এটাই বলার আছে যে, বন্ধুরা জীবনের কঠিন সময় আসলে কখনো ভেঙে পড়বেন না, বা সেই বিপদ থেকে উদ্ধার পেতে কাছে যা পাবেন তাকেই আকড়ে ধরবেন না, হতে পারে সেটা মরীচিকা, সামান্য বিপদ থেকে উদ্ধার পেতে হয়তো আরো বড়ো কোনো বিপদ এ জড়িয়ে পড়তে পারেন।
জীবনের সিদ্ধান্ত সময় দিয়ে নেবেন। যে পথ কঠিন তার পরিণতি সবসময সুন্দর হয় তাই ধৈর্য না হারিয়ে লড়াই টা চালিয়ে যান।
আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

IMG-20210316-WA0024.jpg

12

comments