******* গুগল, ফেসবুক, ইউটিউব থেকে শুল্ক আদায়ে হাইকোর্টের নির্দেশ *****

By @poweryou4/12/2018steemit

logo-1.jpg

বাংলাদেশ থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও ইয়াহু, ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের আয়ের ওপর যথাযথ পরিমাণের রাজস্ব, ভ্যাট এবং অন্যান্য কর আদায়ের জন্যে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ আজ (১২ এপ্রিল) এই নির্দেশ দেন।

সাম্প্রতিক বছরগুলোতে কী পরিমাণের অর্থ এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লেনদেন করা হয়েছে তা নির্ধারণ করতে একটি বিশেষ কমিটি গঠনের পাশাপাশি সেই লেনদেনের বিষয়ে একটি প্রতিবেদন আগামী ২৫ জুনের মধ্যে উচ্চ আদালতে দাখিল করার জন্যে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, বাংলাদেশ থেকে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের আয়ের ওপর যথাযথ পরিমাণের রাজস্ব, ভ্যাট এবং অন্যান্য কর আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে সংক্রান্ত একটি রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, নিউজপেপারস ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট, গুগল, ফেসবুক, ইয়াহু ইঙ্ক এবং ইউটিউব এলএলসি-কে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০০৭ সাল থেকে গুগল, ফেসবুক, আমাজন, ইয়াহু এবং ইউটিউবের মতো বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল প্লাটফর্ম বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণের অর্থ উপার্জন করলেও তাদের সেই আয়ের বিপরীতে কোন কর দেওয়া হচ্ছে না।

আবেদনে আরও বলা হয়, এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণের অর্থ উপার্জন করলেও প্রতিষ্ঠানগুলো কর দেয় কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই।

logo-1.jpg

20

comments