feeling.অনুভূতি

By @oronnoshamim8/3/2017feeling

-- অনুভূতি
১. আপনি সারাদিন আপনার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করেন। সারাদিনের ব্যস্ততায় আপনার প্রিয় মানুষটি আপনাকে সময় দিতে পারে না। আপনি আপনার সারাদিনের কথা গুলো জমিয়ে রাখেন রাতে তাকে বলবেন বলে। কিন্তু যখন রাতেও তার কাছে আপনার জন্য কোন সময় থাকে না। ঠিক তখন আপনার অনুভূতিটা কেমন হবে???

.

২. আপনি আপনার প্রিয় মানুষের একটি ফোন কলের জন্য সারাদিন অপেক্ষা করেন। কখন আপনার প্রিয় মানুষটি ফোন দিয়ে আপনার একটু খোঁজ খবর নিবে। সারাদিন-রাত কেটে গিয়ে নতুন সকালের সূচনা হয়ে গেল কিন্তু কোন ফোন কল এলো না। তখন আপনার অনুভূতি টা কেমন হয়???

.

৩. আপনি আপনার ইচ্ছে গুলোকে বরাবরই আপনার প্রিয় মানুষটির ইচ্ছে গুলোর কাছে তুচ্ছ মনে করে উড়িয়ে দেন। আপনার প্রিয় মানুষটির ইচ্ছে গুলোকে প্রাধান্য দেন আগ্রহ নিয়ে তার ইচ্ছে গুলোকে শুনেন। কিন্তু আপনার প্রিয় মানুষটি কখনো আপনার ইচ্ছে গুলোকে জানার কোন আগ্রহ পোষন করে না। তখন আপনার অনুভূতিটা কেমন হয়??

.

৪. আপনার দীর্ঘ দিনের সম্পর্কটি যদি অল্প কিছুতেই নড়বড়ে হয়ে পড়ে। প্রিয় মানুষটির কথায় কোন আস্থাই খুঁজে না পান। তখন আপনার অনুভূতি কেমন কাজ করে???

.

৫. কথায় কথায় যদি প্রিয় মানুষটি সম্পর্ক ভাঙ্গার কথা বলে। তখন আপনার অনুভূতিগুলো কি কাজ করে???

.

৬. আপনার করা ফোন/ম্যাসেজ এর যদি কোন রেসপন্স না পান প্রিয় মানুষটির কাছ থেকে। তখন আপনার অনুভূতিটা ঠিক কি রকম হবে???

.

৭. দীর্ঘ সময় অনলাইনে থেকেও যদি প্রিয় মানুষটির ইনবক্সে আপনার ম্যাসেজটি আন সিন হয়ে পড়ে থাকে। তখন আপনার অনুভূতিটা কি রকম হয়???

.

৮. আপনি তাকে কতটা ভালোবাসেন জানার পরেও যদি আপনার প্রিয় মানুষটি আপনার ভালোবাসার কোন মুল্য না দেয়। তখন আপনার অনুভূতিটা কেমন হয়??

.

৯. আপনি যদি তার অবহেলার, অবজ্ঞার পাএ/পাত্রী হয়ে যান। তখন আপনার অনুভূতি গুলো কেমন হবে???

.

আসলে এই অনুভূতি গুলোর কোন নাম হয় না। নিজের মাঝে খেলা করা অনুভূতি গুলো একান্ত নিজের হয়ে কাজ করে। এই অনুভূতি গুলোর সাথে মিশে থাকে অনেক রাগ, মান-অভিমান, আর ভালোবাসা। হয়তো কেউ বুঝে আবার কেউ বুঝে না। এই অনুভূতি গুলো নিজের কাছে যতটা আপন মনে হয়, নিজের মনে হয়। ততটাই অবজ্ঞা আর মূল্যহীন হয়ে থাকে প্রিয় মানুষটির কাছে। যা বুঝার ক্ষমতা বা চেষ্টা সে কখনো করে না ।
https://s4.postimg.org/pll2dr8vh/FB_IMG_1500387108308.jpg

12

comments