মোবাইল আর বউ দুইটাই নাকি একটু পরপর না দেখতে পারলে ভালো লাগে না ... ভালো লাগানোর জন্য মোবাইলের দরকার থাকলেও আমার বউয়ের দরকার নাই ... বউ খুব খারাপ জিনিস ... যার বউ থাকে তার মোবাইল থাকলেও এম্বি থাকে না... এম্বির টাকা বউয়ের মেইকআপের পিছনেই চলে যায় ... তাই বিয়ের যৌতুক হিসেবে মোবাইল নেওয়ার যে পরিকল্পনা করছিলাম অবশেষে তা নাখাচ করে দিলাম ... প্রয়োজনে বউ বেইচা মোবাইল কিনব তারপরেও বিয়া করব না ।
●মোবাইল ফোন বিহীন জীবন আর গার্লফ্রেন্ড বিহীন জীবন প্রায়ই সেইম কষ্টের ... যার গার্লফ্রেন্ড নাই তার যদি আবার মোবাইলও না থাকে তাহলে তার কষ্ট দ্বিগুণ হইয়া যায় ... অতএব কষ্টের বোঝা হালকা করার জন্য একটা মোবাইল দরকার ...
বিঃদ্রঃ আমি নতুন ফোন কিনসি। কিন্তু আবার বিক্রি করে দিব।