সালমান শাহ ‘হত্যার’ বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

By @nurealam10/6/2017salman

শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সালমান শাহকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী সামিরার মামি রুবি সুলতানাও একথা বিভিন্ন সময় বলে আসছেন। রুবির স্বামী, ভাই ও অন্যান্যরা এ হত্যাকাণ্ডে যুক্ত ছিল।”

সম্প্রতি ফেইসবুকে আপলোড করা একটি ভিডিওতে রুবির বক্তব্য তুলে ধরে নীলা চৌধুরী বলেন, “সে বারবার বলছে, সালমানকে হত্যা করা হয়েছে।”

সামিরা ও তার বাবা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নীলা চৌধুরী বলেন, “রিজভী নামে এক আসামি পূর্বে আদালতে দেওয়া জবানবন্দিতে সালমানকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছিলেন। কিন্তু তদন্তকারী সংস্থা ও রাষ্ট্রপক্ষের কৌসুলি এ মামলার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।”07_Salman+Shah_Nila+Chowdhury_061017_0003.jpg

27

comments