জব এর ইন্টারভিউ দিতে গেলে কেমন আচরন হওয়া দরকার

By @netung6/9/2018job

শুরুতে সবাইকে শুভেচ্ছা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জব বা চাকরির ইন্টারভিউ দিতে গেলে আমাদের আচরন কেমন হবা দরকার।

আমারা সকলে চাকরি বা জব এর ইন্টারভিউ দিয়ে থাকি। ভাল ইন্টারভিউ দেবা শর্তেও চাকরি হয় না। কেন হয় না তা আমরা চিন্তা করি না।
images (3).jpeg

এইবার আসুন জেনে নি চাকরির ইন্টারভিউ তে কি কি চাই ইন্টারভিউ বোর্ড যারা থাকেন তারা -

-> সুন্দর পরিপার্টি ভাবে নিজেকে উপস্থাপন করা

সুন্দর পরিপার্টি বলতে আমরা মনে করি দামি কাপড়, দামি জুতা, ভাল করে সাজ নিয়ে যাবা।
কিন্তু ইন্টারভিউ তে পরিপার্টি মানে হল আপনার বাচন ভংগি বা আপনার চলার স্টাইল কেমন এইসব উনারা লখ্য করে থাকে।

-> তারা সবসময় চান একজন হাসিখুশি সহকর্মী

হ্যা ইন্টারভিউ বোর্ড এ যাই হক না কেন সিরিয়াস হবার কিছু নাই,সবসময় চেষ্টা করুন নিজে প্রানবন্ত রাখতে। আপনার প্রাণবন্তাই উনাদের কে আপনার প্রতি আগ্রহী করে তুলবে।

-> আপনি কতটুকু আত্মবিশ্বাসী তা যাচাই করা হয়

HR এর একজন সবসময় ইন্টারভিউ বোর্ডে থাকেন,উনি তাকেই পছন্দ করেন যার নিজের ব্যপারে আত্মবিশ্বাস আছে। তাই আপনার কথা আর আচরণ দিয়ে বুঝাইতে হবে আমি কতটুকু আত্মবিশ্বাসী।

এইসব বিষয় মেনে ইন্টারভিউ তে গেলে আপনি অবশ্যই সফল হবেন। আপনার সাফল্যতাই আমার এইলেখাকে আরো সাফল্য মন্ডিত করে তুলবে।

কোন প্রকার ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর এর দৃষ্টিতে দেখবেন।

2

comments