বন্ধুরা আশা করি সবাই ভালো আছ। আজ একুশে জুন এখন হল 2020 সাল। সূর্যগ্রহণ আজ হচ্ছে অনেকের বিজ্ঞানীদের ধারণা এই সূর্য গ্রহণের মাধ্যমে আমাদের দেশ ও আমাদের পৃথিবী থেকে করোনাভাইরাস বিলুপ্ত হবে। ঘটনা সত্যি কিনা তবে জানিনা আমি। তবে আমি এটি কিছুটা আশা করি।
সূর্যগ্রহণ বিষয়টি আমি সম্পুর্নভাবে বুঝিনা। এর বৈজ্ঞানিক বিষয়টিও আমি বুঝিনা। কখন হয় কেন হয়। আসলে কখনো বোঝার চেষ্টা করিনি।


আমি এই নিউজটি জানতাম না। ফেসবুকের পোস্ট এর মাধ্যমে আমি জানতে পারি। এবং বাহিরে আসে দেখতে পাই সূর্য গ্রহনের তেমন কোনো চিন্হ নেই।
তবে আকাশটা অনেক সুন্দর লাগছিল জানি না এটি সূর্য গ্রহণের কারণে না এমনি প্রকৃতির সৌন্দর্যের কারণে। পুরো আকাশ সাদা মেঘে ডেকে গেছে। সুন্দর বাতাস বইছে।


তবে মাঝে মাঝে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছিল এবং আকাশে সাদা মেঘ ও মেঘ গুলো অদৃশ্য হয়ে যাচ্ছিল। তবে জানি না বষা কালের জন্য না সূযগ্রহনের কারনে



আমি প্রকৃতির সৌন্দর্য কে অনেক ভালোবাসি। তাই প্রকৃতির কোন কিছু সৌন্দর্য দেখলে আমি তা ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখি। তাই এই আকাশের ছবিগুলো আমি আমার ফোন দিয়ে তুলে রেখেছি। কারণ ছবি তোলা আমার একটি অভ্যাস এবং হবি। আমি একজন বিগেনার ফটোগ্রাফির।
ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
আমাকে ফলো করুন অথবা আমার সঙ্গে কন্টাক করতে নিচের মাধ্যম গুলো দেওয়া হল
আমাকে ফলো করুন:-
#mspbro
আমার সোশাল মিডিয়ার প্রোফাইল লিংক
Subscribe My 3speak Channel
Subscribe me DTube
Follow me Twitter
Add me Facebook