গাড়ি ধীরে চালান, সময় এর থেকে আপনার জিবনের মূল্য অনেক বেশি

By @mrsadman5/6/2018accident

আমাদের দেশে প্রতিদিন দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনার সম্মুখিন  হচ্ছে । আমরা যদি একটু সাবধানের সাথে এবং ধির গতিতে গাড়ি চালাই তাহলে আমরা এই দুর্ঘটনার সম্মুখিন থেকে নিজে রক্ষা করতে পারি । কিন্তু আমাদের দেশে দ্রুত গতির জন্য রাস্তা নির্মাণ করা হইনি । তার পরও আমরা অনেক দ্রুত গতিতে গাড়ি চালাই । আপনার সামান্য ভুলের জন্য আপনার পরিবারের সারা জিবনের কান্না হইয়া দাঁড়াবে । সুতরাং আমরা সর্বদা যদি একটু সাবধানের সাথে গাড়ি চালাই তাহলে অনেক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারব ।

আমাদের করনিওঃ

  1. গাড়ি কোন ভাবেই ৬০ কিঃমিঃ এর অধিক স্পীডে চালান উচিদ নই ।
  2. রাস্তার গতি রোধক দেখে চালান ।
  3. গাড়ির শিট বেল বেধে নেওয়া। 
  4. ট্রাফিক আইন মেনে চলা। 
  5. রাস্তাই কখনও গাড়ির পতিজগিতা দেওয়া উচিদ নই।
  6. শহর এলাকাই কিনবা বাজার এলাকাই গাড়ির গতি ৪০কিঃমিঃ এর বেশি চালান উচিদ নই।

সাবধানতাঃ 

আমরা যত সময় রাস্তাই গাড়ি চালাব সব সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে । সব সময় গাড়ির সামনে নজর রাখতে হবে ।

  1. গাড়ি চালানোর পূর্বে গাড়ির ব্রেক এবং হর্ন ঠিক আসে কিনা যাচাই করে নিতে হবে। 
  2. মোটর বাইক চালানোর আগে পোশাক পরতে হবে ।
  3. মাথাই হেলমেট পরতে হবে। 
  4. গাড়ির লুকিং গ্লাস ঠিক আসে কিনা দেখতে হবে।
  5. জুতা পরতে হবে। 
  6. ধুলা বালি থেকে রক্ষার জন্য চশমা ব্যবহার করতে হবে। 
  7. গাড়ি কখনও ওভার ট্র্যাকিং করা ঠিক নই। 
  8. ট্রাফিক সিগনাল এর দিকে নজর রাখতে হবে । 
  9. মোটর বাইকে ২ জন এর বেশি নিয়া গাড়ি চালান ঠিক নই। 
  10. স্কুল কলেজ এর সামনে গাড়ি কম স্পীডে চালান উচিদ। 


আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । সবাই সুস্ত ও ভাল থাকবেন। সবার সুস্ত কামনা করছি। 
20

comments