একজন প্যারানরমাল লেখক মাইক এন্সলিন।বিভিন্ন ভুতুরে জায়গাতে গিয়ে রাত কাটানো এবং তা সম্পর্কে লিখা তার কাজ।কিন্তু এত জায়গায় গিয়েও কখনো ভূতের দেখা না পাওয়াতে তিনি সুপারন্যাচারাল ব্যাপার-স্যাপারে বিশ্বাস রাখেন না।
এক ভক্ত খোলা চিঠিতে তাকে ডলফিন হোটেলের ১৪০৮ নং রুমে থাকতে নিষেধ করে।মাইক সে রুমেই রাত কাটাবে বলে ঠিক করে নেয়।হোটেলের ম্যানেজার তাকে বিভিন্নভাবে রুমটি থেকে দূরে রাখার চেষ্টা করে,কিন্তু সে তো নাছোড়বান্দা!শেষে বাধ্য হয়ে তাকে থাকতে দেয়া হয়।
এরপর শুরু হতে থাকে অস্বাভাবিক ব্যাপার-স্যাপার।সে বুঝতে পারে এই রুমে থাকার সিদ্ধান্তটা ছিল সবচেয়ে বড় ভুল!কিন্তু কি হয়েছিল তার সাথে?জানতে হলে দেখতেই হবে!!
জন চুসাকের অভিনয় খুব ভালো ছিল!জ্যাকসন সাহেবের ক্যারেক্টারটা আরও বড় হবে আশা করেছিলাম।১০-১৫ মিনিটেও বেশীও ছিল না স্ক্রিনে!তবে মজার ব্যাপার হলো মুভিতে একবারও মাদাফাকা উচ্চারণ করেননি তিনি। :3
সাধারণ হরর মুভির আশা নিয়ে বসলেও মুভিটা তেমন মোটেই ছিল না।মুভিটাকে হরর বলবো নাকি থ্রিলার তাও ঠিক করতে পারিনি।কিছু কিছু জায়গাতে আমাকে পুরো থ করে দিয়েছে মুভিটি।মাথা নষ্ট করতে চাইলে এখনই দেখা উচিত!আশা করি হতাশ হবেন না।
