কবিতা - EPisode_04 | সময়ের বন্ধু হতে চাই !

By @kawkab6/9/2018poem

episode 04.jpg .jpg

সময় কাটছে ঠিক সময়ের মত, আমার মত সময় যে আর কাটছেনা, ভাল লাগার একটা বিকেল কত খুঁজেছি, নব্যের এই বসে থাকা বন্দি ঘরে।

সন্ধার জোনাকি কতদিন দেখিনা,
দেখিনা মধ্যরাতের সোনালী চাঁদটাকেও।
ভাল লাগার শান্ত সকাল,
সেটাও দেখিনা।
সময়ের এই যন্ত্রনা ভ্রমন,
আমার সাথেই কেন?
আমি মুক্তি চাই,
আমি হিয়ার নিকেতনে ,
সবুজ এই পৃথিবীর অমলিন ভালবাসা চাই...।
সব শেষে আমি সময়ের বন্ধু হতে চাই.........!!!!!

#লেখক - কাওকাব

অনুমতি ছাড়া অন্যের লেখা পোস্ট করবেন না ! ভাল লাগলে ভোট দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে !
__আমার আগের এপিসোড গুলো পড়ে আসতে পারেন__ ০১। আমি অভিনয় করিনি - [Episode_03](https://steemit.com/poem/@kawkab/episode03-or) ০২। অমানুষের কারাগারে বন্ধী - [Episode_02](https://steemit.com/poem/@kawkab/episode02)
31

comments