কবিতা - Episode_03 | প্রেমে করুনা করিওনা......!!!!!

By @kawkab6/9/2018poem

Episode_03.jpg

বুক আমার নিষ্করণভাবে ভেঙ্গে যায় হে সুন্দর পৃথিবী !! বুক তো ভাঙ্গবেই হে অবোধ মনুষ্য ! রমণীর স্বভাবজাত করুনাকেই যদি নিষ্কলুষ ভালবাসা মনে করে, আনন্দ পাও,সুখ অনুভব কর, এতে যে তোমার বুক ভাঙ্গভেই হে মনুষ্য ! করুণা কি কখনো ভালবাসা হয় ? বল হে পুরুষ ! সত্যি তো একদিন প্রভাতের আলোর মত স্পট হবেই ! হে মনুষ্য ! তোমার দোষ দিব কিভাবে বল? বিধাতা যে তোমাদের এমনি করে চিত্ত সাজিয়েছে ! খুব অল্পতেই অদৃশ্য কাউকে দেদার ভালবেসে ফেলো ! রাগিণী ললনা যে অতি সহজে বুঝেনা তোমার এই দৃষ্টির ইঙ্গিত ! রুপ-যৌবন-গরবিনী নারী সূচনায়, তোমায় যে পায়ে মাড়িয়ে চলে যায় ! পরে যখনি বুঝবে তোমার অমলিন মায়া যে শুধু তার জন্য, তখন যে আর ফিরে আসতে পারবেনা ! সময় যে জীবনের সমীকরণ অতি নিরালায় পাল্টে দেয় ! জীবন যে খুব বাস্তববাদী, ভালবাসা যদিও বাস্তবতা মানেনা !!

লেখক - কাওকাব নাদিম

অনুমতি ছাড়া অন্যের লেখা পোস্ট করবেন না ! ভাল লাগলে ভোট দিয়ে উৎসাহিত করবেন।
ধন্যবাদ সবাইকে !

আমার আগের এপিসোড গুলো পড়ে আসতে পারেন -

০১। আমি অভিনয় করিনি - [Episode_02](https://steemit.com/poem/@kawkab/episode02) ০২। অমানুষের কারাগারে বন্ধী - [Episode_01](https://steemit.com/poetry/@kawkab/episode01)
34

comments