Wikipedia Founder

By @kafiul12/8/2017wikipedia

উইকি ছাড়া মনে হয় এখন কোনও লিখিত এসাইন্মেন্ট কমপ্লিট করা সম্ভব না, যে কোনও কিছু জানতে চেয়ে সার্চ দিলে উইকি লিঙ্কটাই আসে। ওটা থেকেই দ্রুত দেখে নেয়া যায়।
কিছুদিন ধরে দেখছি উইকিতে ঢুকলে ডোনেশন চেয়ে মেসেজ আসে একটা, সম্ভবত শুধু আমেরিকাতেই মেসেজটা দেখানো হচ্ছে। মেসেজে বলা থাকে এই মুহূর্তে যারা এই মেসেজ দেকছেন তারা সবাই ৩ ডলার করে দিলেও আগামী অনেক বছর উইকিপিডিয়াকে ফ্রি সার্ভিস হিসেবে চালু রাখা সম্ভব হবে।
এতো সার্ভিস দেয়া এই অসাধারণ তথ্যকোষটাকে একটু সাহায্য করাই উচিত যাতে বিজ্ঞাপনের এই যুগে বিজ্ঞাপনবিহীনভাবে সার্ভিস দিয়ে যেতে পারে :)
https://donate.wikimedia.org/w/index.php?title=Special:LandingPage&country=BD&uselang=en&utm_medium=SocialMedia&utm_source=Facebook&utm_campaign=ThankYouPage

7

comments