বিসিবি সভাপতি

By @junetaylor82510/9/2018sports

বিসিবির সভাপতি বললেন যে সাকিবকে নাকি জোর করা হয়নি খেলতে এশিয়া কাপ। আসলে আমরা সবাই দেখেছি কি ঘটেছে কিন্তু খেলার আগে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সে এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করাতে চায় যাতে করে সে পুরোপুরি ফিট হয়ে খেলতে পারে এবং তাতে করে তারা এশিয়া কাপ খেলাটি হচ্ছিল না হয়তো বা জিম্বাবুয়ে সিরিজের সময় সাকিবকে দেখা যেতে পারে তবে ফিজিও বলেছিল যে সাকিব এর অস্ত্রোপচার এখন দরকার নেই হাত এখন কিছুটা ভালো আছে তাই সে এশিয়া কাপ খেলে ভর্তিতে অস্ত্রোপচার করার জন্য টাইম পাবে এবং জিম্বাবুয়ে সিরিজ টা তাতে করে মিস হবে বিশ্বসেরা অলরাউন্ডার। তাই সে যদি দলে না খেলে তাহলে জন ব্যাটসম্যান এবং একজন বোলার বাংলাদেশকে নিতে হবে সাকিব সেই জায়গায় খেলে তাহলে একজন স্পেশালিস্ট বোলার এবং স্পেশালিস্ট ব্যাটসম্যান এর জায়গা অর্থাৎ দুই জনের জায়গা সে একাই পূরণ করতে পারে। প্রতিপক্ষ দল ও মানসিকভাবে অনেক দুশ্চিন্তায় থাকে এবং অনেক পরিকল্পনা নিয়ে মাঠে নামে শাকিবকে আটকানোর।

সাকিব যেদিন বলেছিল যে আমি অস্ত্রোপচারটি করাতে চাই সেদিন এই সভাপতির সাথে সাকিবের একটি ফোনালাপ হয় এবং সেই ব্যাপারে আমি বেশি কিছু জানি না তবে এতোটুকু জানি যে সেখানে শাকিবকে জোর করা হয়েছিল খেলানোর জন্য।

27

comments