অনলাইনে ইনকাম

By @junetaylor8254/6/2019earn

অনেকে অনলাইন ইনকাম কিভাবে একদম ডাল ভাত মনে করেন যাতে চাকরি হচ্ছে না বা যারা ঠিক মত পড়ালেখা করে নাই ঠিকমত কোথাও চাকরি পাবে না তারা ভাবে কি অনলাইনে একটা কিছুদিন কাজ করব 10 থেকে 20 হাজার টাকা দামের যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে গ্রুপে যে সকল অর্থাৎ 10 দিনে ফ্রিল্যান্সার হোন 20 দিনেই গ্রাফিক ডিজাইন রহমান এক মাসে ওয়েব ডেভলপার হন এই যে এসব বিভিন্ন বিজ্ঞাপন এবং হাজার হাজার টাকা আর্ন করুন এইসব লোভনীয় অফার দেখানো হয় এবং তাবিজ বিক্রি করা হয় এবং ভন্ডামি ছাড়া এগুলো আসলে কিছুই না। এসবের ফাঁদে বিভিন্ন ছবি এইসব পোস্ট মানুষ এবং তারা যখন এসব কোর্স করে ঠিকমতো শিখতে পারে না কিছু এবং মার্কেটপ্লেস এ অ্যাকাউন্ট খুলে ফেলে যখন তারা মার্কেটপ্লেসে কাজ করতে যায় তখন তারা কোন কাজ পায় না এটা কিন্তু কোন লোকাল মার্কেট প্রাইস না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মারকেটপ্লেস এখানে আপনাকে কাজ করতে হলে অনেক বড় বড় ফ্রিল্যান্সারদের সাথে আপনাকে কম্পিটিশন করে কাজটা নিতে হবে এবার তো এমনি এমনি আপনাকে দাওয়াত দিবে না ঠিক না।

তো মানুষ এগুলো বুঝতে চায় না এই ভাবে ইনকাম করে বসে থাকে যার কারণে স্প্যাম এবং কাজের রেট কমে যায় এবং বেড়াও বাংলাদেশের ফিনান্স সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয় বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে তাদেরও কাজ পেতে সমস্যা হয়। তো ইদানিং দেখা যাচ্ছে যে খুব কঠোর থেকে কঠোরতর হচ্ছে এবং এই সমস্ত অ্যাকাউন্ট কে তাড়াতাড়ি রিমুভ করা হচ্ছে এইসব মার্কেটপ্লেস থেকে তৈরি বলবো যে আমি কাজ শিখেন আগে কাছে কিন্তু ধরেন তার পরে কাজে এপ্লাই করেন তারপর আপনি কাজ পাবেন এইখানে এসেই যে আপনি খুব ভালো কিছু করতে পারবেন সেটা আপনার ভুল ধারণা ধন্যবাদ।

28

comments