আজ দুইদিন ছোটবেলার অনেক বন্ধুদের সাথে দেখা হলো সবাই ঈদে বাড়ি আসছে বেড়াতে । কারো কারো তোর নাম ভুলে গেছিলাম । একদিন কত কাছের বন্ধু ছিলাম আমরা আর কারো সাথে কারো সেরকম যোগাযোগ হয়ে ওঠে না । সময়ের ব্যস্ততার কারণে মানুষ এখন রোবট হয়ে গেছে । আর কখনো আগের ছোটবেলা ফিরে আসবে না । সত্যি সত্যি এবার বড় হয়ে গেছি ।
বন্ধুগুলোকে দেখে সত্যি সত্যি ছেলে বেলার কথা মনে পড়ে গেল । সবার সাথে কম বেশি কথা বলে বুঝতে পারলাম সবাই অনেক দূর এগিয়ে গেছে আমি একাই শুধু জায়গায় দাঁড়িয়ে আছি ।
বন্ধুরা সবাই ভালো আছে শুনে অনেক ভালো লাগলো প্রায় সব বন্ধুরা তো বিয়ে করে ফেলেছে । আমরা দুই একজন অভাগারা শুধু বাকি আছি । ঈশ্বরের কাছে দোয়া করি তোমরা যেন সব সময় ভালো থাকো