ভালোবাসা উদযাপনে আমরা কতই না ব্যস্ত থাকি। ব্যস্ততার মাঝে হয়তো ভুলে যাই সেই মানুষগুলোর কথা, যাদের কাছে ভালোবাসার মানে শুধুই আমরা। কেবল একটি দিন নয়, সেই মানুষগুলোর জন্য প্রতিটি দিনই হোক- ভালোবাসার দিন।