দিনশেষে আকাশের পাখিরাও ক্লান্ত হয়ে নীড়ে ফিরে আসে।
অথচ, তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি কখনো ক্লান্ত হই না। কখনো মনে হয় না, আমারো ঘরে ফেরা প্রয়োজন।
তোমার মাঝে খরকুটো দিয়ে আমি যেই নীড় গড়েছিলাম, সেই নীড়ের কাছে ইট পাথর দিয়ে গড়া উচ্চবিলাসী দালান কোঠা অতি তুচ্ছ, একেবারেই নগন্য....!!
