কবিতা নং-৫৮ “খেয়ালী মন”

By @hamidul3/12/2019busy

IMG_20190304_122017.jpg

“খেয়ালী মন”

  • হামিদুল হক তরুন
    A.Bie-1.BMP

যাহারে দেখিয়া নয়ন ভোলে
হয় না সে মোর নয়ন মণি
যাহারে কভু দেখিনি আমি
মন ব্যোমে সে-ই দিনমনি
যে আমারে অবহেলা দেয়
তাহারেই শুধু কাছে টানি
যে চায় মোরে করতে আপন
চাইনা তারে পরান খানি
A.Bon-1.BMP

মনের সাথে যুদ্ধ করিয়া
আজ আমি বড় ক্লান্ত
বুঝিনা তাহার মতি গতি
হায় কবে হবে সে শান্ত!
সে জানে বড় ভেলকি বাজী
তার মোহের নায় অন্ত
কভু যদি তার ফেরে সুমতি
জীবন পাবে সীমান্ত।
DSC00955.JPG

1

comments