কবিতা নং-৬১ “আমার মৃত্যু”

By @hamidul3/16/2019steem

2012-01-19-PIC_0151.jpg

“আমার মৃত্যু”

  • হামিদুল হক তরুন
    কবিতা নং-৬১
    2007-01-01-ALIM0DDI 2.jpg

আমার মৃত্যু আমাকে নিতে এসেছে ঘটা করে
কিন্তু কি করে যাবো চিরচেনা চারি পাশ ছেড়ে।

সবাই আমাকে নির্বাক ইশারায় কাছে ডাকে
যেওনা যেওনা প্রিয়তম থাকো মোদের সাথে।

একদিকে মৃত্যু আরেক দিকে প্রেম মাঝখানে আমি
কেউ ছাড়েনা, আমায় নিয়ে ওরা করে টানাটানি।

এতোদিন একসাথে যাদের মাঝে করেছি বসবাস
তারা যে এতো আপন বুঝলাম যখন হতে চলেছি লাশ।

বুঝতাম যদি আগে বিলিয়ে দিতাম নিজেকে ওদের তরে
ভু প্রীতি এতো যে নীবিড় বুঝিতেছি হাড়ে হাড়ে।
2009-06-13_2574.jpg

এমন সময় ভাংলো ভুল মোর মেয়াদ যখন শেষ
দেখবো না আর প্রিয় কিছু তাই প্রাণে বড় ক্লেশ।

বিয়োগ ব্যথার আশংকাতে জল ঝরায় মোর চক্ষু
কয়েদীর মতো টেনে হিঁচড়ে নিয়ে চলেছে আমায় মৃত্যু।

2

comments