অন্ধকার রাত৷ রাত নিঝুম বসে আছি একা। বেলকনিতে। জীবনটাই অন্ধকার। অন্ধকারে নিজে চেনা যায়। অন্ধকার জগতে গেলে নিজেকে বোঝা যায়৷ তখন হয়তো ভালো হওয়ার রাস্তা থাকতে না। তবুও আমার অন্ধকার ভালো লাগে। চারদিকে ঝিঝি পোকা ডাকছে। অনেক ভালো লাগছে মুহুর্তটা। অনেক ভালো লাগে রাতের অন্ধকার। চারিদিক স্তব্ধ থাকে। এই মুহুর্ত গুলো জীবনের সাথে মিশে যায়।