গ্রামে গেলেই কিছু দৃশ্যের কথা মনে পড়ে যায় । সেটা হল গ্রামের নদী , পুকুর আর সেই মাঝিদের নৌকা । যেগুলো গ্রামের চিত্রকে আরও সুন্দর করে উপস্থাপন করে । আমাদেরকে গ্রামের প্রকৃত সৌন্দর্য সামনে এনে দেয়। আমরা যারা গ্রামে জন্ম নিয়েছি সেই গ্রামের প্রতি সবার একটু বেশিই টান। একটু ছুটি পেলেই ছুটে যায় ।গ্রামের মায়া যেন আছন্ন করে থাকে আমাদের। সবাই যেন তার মাতৃভূমিকে মিস করতে থাকে সারাক্ষণ।



