ইন্টারনেট কি এবং এর সুবিধা অসুবিধা!

By @emma2810/15/2018blog

main-qimg-4e3406fbcf24139245d0cf78adc59b94-c.jpeg
Image source

আপনারা তো ইন্টারনেট সম্পর্কে সবকিছুই জানেন। এটির ব্যাবহার সম্পর্কেও যথেষ্ঠ্য জ্ঞান রয়েছে। আজ আমি ইন্টারনেট নিয়ে আলোচনা করব।

ইন্টারনেট কি?
ইন্টারনেট হচ্ছে একটি তথ্যজাল যেখানে অগণিত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। ইন্টারনেট হচ্ছে এক বিশেষ আধুনিক প্রযুক্তি যা বিশ্বযোগাযোগের মাধ্যম হিসেবে প্রতিনিয়ত ব্যাবহার করা হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব কম্পিউটারকে হোস্ট কম্পিউটারে রুপান্তরিত করা যায়। মেইল আদান প্রদানেও ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময়ে দূর দূরান্তে কথা বলা বা যোগাযোগ করার জন্যও ইন্টারনেট ব্যাবহার করা হয়ে থাকে। এর মাধ্যে ডাটা আদান প্রদান করা যায়, গ্রাফিক্স আদান প্রদান করা যায়। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নির্ভর বৈশ্বিক তথ্য পদ্ধতি। ইন্টারনেটের সংযোগে থাকা ব্যাক্তিরা একে অপরের সাথে খুব সহজেই যোগাযোগ রক্ষা করতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে। ইন্টারনেট আমাদের জীবনের খুব ই গুরুত্বপূর্ণ একটি বস্তু। এটি ছাড়া সামনে এগিয়ে যাওয়া মুশকিল। ইন্টারনেট ব্যাতিত একটি দিনও আমরা কল্পনা করতে পারিনা।

ইন্টারনেট ব্যাবহারের সু্বিধাঃ
√ ইন্টারনেটে সংযোগের থাকা ব্যাক্তিরা একে অপরের সাথে খুব সহজেই যোগাযোগ রাখতে পারে।
√ তথ্য আদান প্রদান করতে পারে।
√ ডাটা আদান প্রদান করতে পারে।
√ মেইল পাঠাতে পারে।
√ ভিডিও চ্যাটে কথা বলতে পারে।
√ বিভিন্ন সংস্থা ও সংগঠন তাদের দফতর ও কর্মীদের মাঝে যোগাযোগ রক্ষার জন্য ইন্টারনেট ব্যাবহার করে থাকে।
√ পন্যের বিপনন থেকে শুরু করে বিভিন্ন শিল্প সংস্থার যোগাযোগের মাধ্যম হতে পারে ইন্টারনেট।
√ ইন্টারনেটের মাধ্যমে ব্যাবসায়ী লেনদেনের কাজও করা যায়।

ইন্টারনেট ব্যাবহারের কুফলঃ
ইন্টারনেট যেমন আমাদেরকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছে ঠিক তেমনি অনেক বড়বড় হুমকির দিকেও ঠেলে দিচ্ছে। ইন্টারনেটে যেমন ভাল কাজ করা যায় তেমনি নানা ধরণের ক্রাইমও করা যায়। বিশেষ করে হ্যাকিং আমাদের ইন্টারনেট জগতের সবচেয়ে বড় হুমকির কারণ। সাধারণত হ্যাকিং করা হয় নিজের দেশ ও দেশের সম্পদকে রক্ষা করার জন্য। কিন্তু কিছু স্বার্থ লোভী ব্যাক্তি হ্যাকিং করে থাকে নিজের প্রয়োজনে। নিজের ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে। হ্যাকিংয়ের মাধ্যমে সহজেই কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের ব্যাক্তিগত তথ্য বের করা যায় এবং ব্ল্যাকমেইল করে তাদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হয়। তাই আমাদের হ্যাকারদের হাত থেকে বাঁচতে হলে ভাল মানের সিকিউরিটি ব্যাবহার করতে হবে।

42

comments